শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৫ জুন, ২০২৩, ১০:৪২ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৩, ১০:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব পরিবেশ দিবসে তরু'র নানা আয়োজন

অপূর্ব চৌধুরী, জবি: র‍্যালি, কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষরোপণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন ‘তরু’। সোমবার (৫ জুন) বেলা ১২ টায় ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্ত্বর থেকে কাঁঠালতলা পর্যন্ত একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে তরু'র পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ প্রাঙ্গনে একটি বৃক্ষরোপণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.কামালউদ্দীন আহমদ, তরু'র উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক ড. মোবারক হোসাইন, সহযোগী অধ্যাপক ড. ইব্রাহীম খলিল সহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সেরা ৩ জনকে তিনটি বৃক্ষ উপহার দেওয়া হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমদ বলেন, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শুধু বৃক্ষ লাগানো নয়, বৃক্ষ কাটা থেকেও বিরত থাকতে মানুষকে উৎসাহিত করতে হবে। পরিবেশ রক্ষায় তোমরা শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। পরিবেশ দূষণ হয় এমন কোন কাজ থেকে অবশ্যই বিরত থাকবে।

তরু'র সভাপতি ইসলামিক স্টাডিজ বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস তমা বলেন, সভ্যতার চরমলগ্নে এসে আমরা বুঝতে পেরেছি আমরা মানুষেরাই পরিবেশের জন্য সবচেয়ে ক্ষতিকর। কারণ দূষণ, বৃক্ষনিধন, কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি, প্লাস্টিকের বহুল ব্যবহার এসব আমরাই করছি। আবার আমরাই চাইলে পরিবেশকে বাঁচাতে পারি। সেজন্য প্রয়োজন জনসচেতনতা। আর এ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই আমাদের তরু'র পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবসে এই আয়োজন। সম্পাদনা: নাহিদ হাসান

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়