শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০১ জুন, ২০২৩, ০৪:৪১ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৩, ০৪:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চবিতে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষ

জিল্লুর রহমান, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুসারীদের মধ্যে সংঘর্ষ চলছে।

বৃহস্পতিবার (১ জুন) দুপুর সাড়ে বারোটা থেকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ও শাহ জালাল হলে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

এ সংঘর্ষের ঘটনায় সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারীরা অবস্থান নিয়েছেন শাহ আমানত হলে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারীরা শাহ জালাল হলে।

জানা যায়, রাতের ঘটনার জেরে আবার সংঘর্ষে লিপ্ত হয়েছে এই দুই গ্রুপ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের উপস্থিতিতেই ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। এ সময় তাদের কারও কারও মাথায় হেলমেট ও হাতে দেশীয় অস্ত্র রাম দা দেখা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও প্রক্টরিয়াল বডি। পরবর্তীতে র‍্যাব সদস্যরাও ঘটনাস্থলে এসেছে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় শাহ আমানত হলের রমজান নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে প্রক্টরিয়াল বডি।

উল্লেখ্য, বুধবার (৩১ মে) রাত সোয়া ১০টার দিকে ঢাকা হোটেলে বসা নিয়ে দুই পক্ষের কর্মীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘন্টা সংঘর্ষের পর রাত পৌনে বারোটার দিকে প্রক্টরিয়াল বডি ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করতে থাকে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়