শিরোনাম
◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার! ◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৩, ০৯:১০ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২৩, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবিস্থ নোয়াখালী ছাত্রকল্যাণের সভাপতি অর্পণ, সম্পাদক হাসান সজিব

অর্পণ- হাসান সজিব

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী অর্পণ সাহা শান্ত এবং সাধারণ সম্পাদক হিসেবে বাংলা বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী হাসান সজিব নির্বাচিত হয়েছেন।

 বৃহস্পতিবার ছাত্রকল্যাণের উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৬৮ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। 

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, রায়হান আহমেদ, রাফিদ আল হাসান ,ওহিদুর রহমান, তানভির তুষার, আবদুল আউয়াল টিটু,আমিনুল ইসলাম মুকুল, অর্ণয় সাহা, মোঃ মাসুদ, দেবাশীষ চন্দ্র শীল, হাবিবা তাবাসসুম,  আবু জাফর ওবায়দুল্লাহ,  ইব্রাহিম রায়হান, জোবায়দা ফয়সাল ইভা, উম্মে সালমা মনিশা, পিয়াস ইসলাম, নজরুল নিজাম, নাবিলা, পলাশ।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন, ইমতিয়াজ ইমন, নজরুল ইসলাম সোহাগ, এ এইচ সায়েম, সজিব ভৌমিক। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন শাহ মোঃ শরফুদ্দীন শশী, আদনান আসিফ, মশিউর রহমান শুভ, তামিম আনোয়ার, শান্তা ফাতেমা।
তাছাড়া দপ্তর সম্পাদক হিসেবে শাহাদাত হোসেন শামীম,  প্রচার সম্পাদক হিসেবে অমিত কুমার দে এবং অর্থ-সম্পাদক হিসেবে মুরাদ হোসেনকে মনোনীত করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি অর্পণ সাহা শান্ত বলেন, 
বহুল প্রতীক্ষিত নোয়াখালী জেলা ছাত্রকল্যাণ কমিটির দায়িত্ব প্রাপ্ত সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।আপনাদের সকলকে নিয়ে নোয়াখালী জেলার প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর কল্যাণে কাজ করতে চাই এবং আপনাদের সুখে-দুঃখে কাজ করার সুযোগ দেয়ার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ আমি। অত:পর আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

সাধারণ সম্পাদক হাসান সজিব বলেন, দীর্ঘ কয়েকবছর পর জবিতে নোয়াখালী ছাত্রকল্যাণের কমিটি হয়েছে এতে আমরা সকলে খুশি। নতুন দায়িত্বপ্রাপ্ত সবাইকে অভিনন্দন। ভবিষ্যতে ছাত্র-ছাত্রীদের কল্যাণে কাজ করতে চাই। এছাড়াও এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করার ইচ্ছে  আছে, যেগুলো পর্যায়ক্রমে করা হবে।

প্রসঙ্গত, এ কমিটি আগামী ১ বছর দায়িত্ব পালন করবে।

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়