শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৩, ০৯:১০ সকাল
আপডেট : ২৪ মার্চ, ২০২৩, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবিস্থ নোয়াখালী ছাত্রকল্যাণের সভাপতি অর্পণ, সম্পাদক হাসান সজিব

অর্পণ- হাসান সজিব

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী অর্পণ সাহা শান্ত এবং সাধারণ সম্পাদক হিসেবে বাংলা বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী হাসান সজিব নির্বাচিত হয়েছেন।

 বৃহস্পতিবার ছাত্রকল্যাণের উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৬৮ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। 

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, রায়হান আহমেদ, রাফিদ আল হাসান ,ওহিদুর রহমান, তানভির তুষার, আবদুল আউয়াল টিটু,আমিনুল ইসলাম মুকুল, অর্ণয় সাহা, মোঃ মাসুদ, দেবাশীষ চন্দ্র শীল, হাবিবা তাবাসসুম,  আবু জাফর ওবায়দুল্লাহ,  ইব্রাহিম রায়হান, জোবায়দা ফয়সাল ইভা, উম্মে সালমা মনিশা, পিয়াস ইসলাম, নজরুল নিজাম, নাবিলা, পলাশ।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন, ইমতিয়াজ ইমন, নজরুল ইসলাম সোহাগ, এ এইচ সায়েম, সজিব ভৌমিক। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন শাহ মোঃ শরফুদ্দীন শশী, আদনান আসিফ, মশিউর রহমান শুভ, তামিম আনোয়ার, শান্তা ফাতেমা।
তাছাড়া দপ্তর সম্পাদক হিসেবে শাহাদাত হোসেন শামীম,  প্রচার সম্পাদক হিসেবে অমিত কুমার দে এবং অর্থ-সম্পাদক হিসেবে মুরাদ হোসেনকে মনোনীত করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি অর্পণ সাহা শান্ত বলেন, 
বহুল প্রতীক্ষিত নোয়াখালী জেলা ছাত্রকল্যাণ কমিটির দায়িত্ব প্রাপ্ত সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।আপনাদের সকলকে নিয়ে নোয়াখালী জেলার প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর কল্যাণে কাজ করতে চাই এবং আপনাদের সুখে-দুঃখে কাজ করার সুযোগ দেয়ার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ আমি। অত:পর আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

সাধারণ সম্পাদক হাসান সজিব বলেন, দীর্ঘ কয়েকবছর পর জবিতে নোয়াখালী ছাত্রকল্যাণের কমিটি হয়েছে এতে আমরা সকলে খুশি। নতুন দায়িত্বপ্রাপ্ত সবাইকে অভিনন্দন। ভবিষ্যতে ছাত্র-ছাত্রীদের কল্যাণে কাজ করতে চাই। এছাড়াও এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করার ইচ্ছে  আছে, যেগুলো পর্যায়ক্রমে করা হবে।

প্রসঙ্গত, এ কমিটি আগামী ১ বছর দায়িত্ব পালন করবে।

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়