শিরোনাম
◈ আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্ট যাবেন না: তারেক রহমান (ভিডিও) ◈ দায়িত্ব ছাড়লেন পাকিস্তানের টেস্ট কোচ আজহার মাহমুদ ◈ আজ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে শুনানি ◈ সংকট নেই তবুও চড়া দাম: পেঁয়াজের বাজারে ‘শেষ মুহূর্তের’ মুনাফা লুটছে অসাধু চক্র ◈ মহাকাশ জয়ের পথে বাংলাদেশ: দেশেই তৈরি হবে রকেট ও স্যাটেলাইট, বসছে নিজস্ব উৎক্ষেপণ কেন্দ্র ◈ আউন্সপ্রতি ৬০ ডলার ছাড়াল রুপা: বিশ্ববাজারে দামের নতুন রেকর্ড ◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য 

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৪:৪৭ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৪:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জায়েদ সাসটেইনেবিলিটি পুরস্কার

বাংলাদেশের মর্যাদা বিশ্ব পরিমণ্ডলে আরও উজ্জ্বল হয়েছে: মোমেন

এ কে মোমেন

কূটনৈতিক প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে সংযুক্ত আরব আমিরাতের সম্মানজনক ‘জায়েদ সাসটেইনেবিলিটি পুরস্কার’ অর্জন করায় বাংলাদেশের মর্যাদা বিশ্ব পরিমণ্ডলে আরও উজ্জ্বল হয়েছে।

বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকার রেসিডেনসিয়াল মডেল কলেজের বিজয়ী দল ও প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মডেল ইউনাইটেড নেশনস এসোসিয়েশনের কয়েকজন নির্বাহী সদস্য শিক্ষার্থী সাক্ষাত করেন। এ সময় মন্ত্রী তাদের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠাটির বিজয়ী দলসহ সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি দুটি ক্যাটাগরিতে বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান ‘জায়েদ সাসটেইনেবিলিটি পুরস্কার’ অর্জন করায় বাংলাদেশের মর্যাদা বিশ্ব পরিমণ্ডলে আরও উজ্জ্বল হয়েছে। 

তিনি বিজয়ী দলের উদ্ভাবনী কাজের প্রশংসা করে বলেন, এই সফলতা দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও তাদের মেধার সর্বোত্তম ব্যবহার ও সৃষ্টিশীলতার মাধ্যমে বাংলাদেশের মর্যাদা আরও উজ্জ্বল করতে উৎসাহিত করবে।

টিআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়