শিরোনাম
◈ জলবায়ু অভিঘাত মোকাবিলা হলে পোশাক রপ্তানি ছাড়াবে ১২ হাজার কোটি ডলার ◈ আদানির বিদ্যুৎ কিনে দুই বছরে পিডিবির লোকসান প্রায় ১৪ হাজার কোটি টাকা ◈ আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, সারজিও গোরকে প্রধান উপদেষ্টা ◈ নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী ◈ বিএনপির কেনা বুলেটপ্রুফ বাস দেশে পৌঁছেছে, নিবন্ধন পেল তারেক রহমানের হার্ড জিপ ◈ হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের জেরে আসামে হাই অ্যালার্ট, সীমান্তে কড়া নজর মুখ্যমন্ত্রীর ◈ মিত্রদের জন্য কতটি আসন ছাড়বে বিএনপি? ◈ বিএনপি মনোনীত প্রার্থীর জাল সম্পদ ও অর্থ পাচার মামলায় দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ হিন্দুত্ববাদী সংগঠনের ভাঙচুরে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ ◈ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২২, ১২:৩০ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২২, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরাম কুমিল্লার বর্ণাঢ্য অভিষেক

শাহাজাদা এমরান, কুমিল্লা: ৪র্থ গ্রেড ও সবাইকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির দাবি জানিয়েছেন ২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের নেতৃবন্দ। ২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরাম কুমিল্লা জেলা কমিটির অভিষেক অনুষ্ঠানে এই দাবি জানান তারা। 

শনিবার সন্ধ্যায় কুমিল্লা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে আলোচনা, সংগীত পরিবেশন ও প্রীতিভোজের মাধ্যমে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কুমিল্লার আঞ্চলিক পরিচালক প্রফেসর সোমেশ কর চৌধুরী, কুমিল্লা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দিনসহ বিভিন্ন কলেজর অধ্যক্ষরা, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শওকত হোসেন মোল্লা,কোষাধ্যক্ষ কামাল আহমেদ, ২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মুস্তাফিজুর রহমান লিখন, সাধারণ সম্পাদক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মাছুম মিল্লাত মজুমদার। 

অনুষ্ঠানের আহবায়ক ছিলেন জুবাইদা নূর খান। অভিষেক অনুষ্ঠানে ২৪তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরাম কুমিল্লার নতুন কমিটির সভাপতি মো. কবির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল কাদের এবং সদ্য সাবেক কমিটির সভাপতি ড. আবদুল লতিফ ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী অতিথিদের অভ্যর্থনা জানান। আলোচনা শেষে শিক্ষকরা সংগীত পরিবেশন করেন।

প্রতিনিধি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়