শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৪:৩১ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চারুকলা ইনস্টিটিউটকে চবি ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জিল্লুর রহমান : চট্টগ্রাম নগরের বাদশাহ মিয়া সড়ক অবরোধ করে মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত বিক্ষোভ করে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করে অবস্থান নেন তারা।

পরবর্তীতে চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রণব মিত্র চৌধুরীর উপস্থিতিতে প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সড়ক অবরোধ কর্মসূচি থেকে সরে আসেন শিক্ষার্থীরা।

চারুকলাকে ক্যাম্পাসে স্থানান্তরের বিষয়ে আন্দোলনের ২৮তম দিনেও কোনো সিদ্ধান্ত আসেনি। তাই দাবি আদায়ে চারুকলার মূল ফটকের বাইরে সড়ক অবরোধ করেছে তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলনের ২৮দিন পেরিয়ে গেলেও এখনো কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি 'চারুকলাকে ক্যাম্পাসে স্থানান্তর' বিষয়ক কমিটি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আন্দোলনকারী শিক্ষার্থী আল মাশরুল ফাহিম বলেন, ‘আন্দোলনের ২৮ দিন পার হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানাননি৷ তিনবার বৈঠক করেও সমাধান দেয়নি তারা। দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসে ফিরিয়ে আনা হবে এমন সিদ্ধান্ত না আশা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

চারুকলাকে ক্যাম্পাসে স্থানান্তর বিষয়ক কমিটির আহ্বায়ক চবির ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল্লাহ মামুন বলেন, ‘আমরা তাদের সঙ্গে বৈঠক করেছি। ক্যাম্পাস স্থানান্তরের বিষয়ে সরকারি ও আইনি প্রক্রিয়া রয়েছে। সেগুলো ও গ্যাজেটের কপি তাদের দেখিয়েছি। তখন তারাও আমাদের সঙ্গে সম্মত হয়েছিল। আমরা সুপারিশ করেছি, এখন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদে সিদ্ধান্ত পাস হয়ে আসতে হবে। তারপর সরকারের সম্মতি নিয়ে চারুকলাকে স্থানান্তর করতে হবে। আমরা এই প্রক্রিয়া অনুসরণ করব, বিশ্ববিদ্যালয়ও এই প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করবে।

শ্রেণিকক্ষে পলেস্তারা খসে পড়ার পর ২২ দাবিতে গত ২ নভেম্বর ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তখন থেকে ক্লাস বর্জন অব্যাহত রয়েছে। পাশাপাশি তারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তবে গত ৫ নভেম্বর থেকেই তাদের দাবি রুপ নিয়েছে এক দফায়৷

ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার জন্য ৫ নভেম্বর উপাচার্য শিরীণ আখতার বরাবর চিঠি দেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে তারা ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। এ নিয়ে গত ২৮দিন টানা ক্লাস বর্জন করে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়