অলক কুমার, টাঙ্গাইল : টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র আবসার জুয়েল টাঙ্গাইল শহরের সিএন্ডবি গেটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নবীন হোসেন।
পুলিশ জানায়, শহরের নতুন বাসস্ট্যান্ডে থেকে টিউশনি শেষ করে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় শহরের সিএন্ডবি রোডের কাছে গণপূর্ত বিভাগের সামনে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মাথায় হেলমেট ডুকে নিহত হয়। নিহত ছাত্রের বাড়ি কক্সবাজার জেলায়। অপর মোটর সাইকেলের ২ আরোহী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লাশ মর্গে রয়েছে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/জেএ
আপনার মতামত লিখুন :