শিরোনাম
◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার ◈ এআই মানবীকে মন্ত্রী বানিয়ে দিল বিশ্বের প্রথম দেশ আলবেনিয়া! ◈ জাকসুর নবনির্বাচিত ভিপি কে এই আবদুর রশিদ জিতু ◈ কলকাতায় সাইনবোর্ডে বাংলায় নাম লেখা বাধ্যতামূলক, না মানলে ট্রেড লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মেয়রের ◈ জাকসুর ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার ◈ ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে: আলী রীয়াজ ◈ ভোলা মসজিদের খতিব ও ইসলামী বক্তা নোমানী হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সন্তান গ্রেপ্তার ◈ ৪ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা ◈ জোটে যাওয়ার বিষয়ে যা জানাল এনসিপি

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০১:২৬ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতে স্যালাইন নিয়ে বিছানায় শুয়ে এসএসসি পরীক্ষা দিলো পরীক্ষার্থী ফয়সাল

এসএসসি শিক্ষার্থী ফয়সাল হোসেন

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: এভিন্ডিজের ব্যাথায় অসুস্থ হয়ে হাতে স্যালাইন নিয়ে বিছানায় শুয়ে এসএসসি পরীক্ষা দিলো কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের এসএসসি শিক্ষার্থী ফয়সাল হোসেন।

বৃহস্পতিবার গনিত বিষয়ের পরীক্ষা হাতে স্যালাইন নিয়ে বিছানায় শুয়ে অংশ নেয়।

জানা যায়, উপজেলার নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের এ শিক্ষার্থী এভিন্ডিজের ব্যাথায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণপাড়া মধুমতি হসপিটালে ভর্তি করা হয়। 

শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব মো. মোশারফ হুসেন বলেন, নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল হোসেন অসুস্থ হওয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে ইউএনও স্যারের নিকট মৌখিকভাবে জানানো হয় হাসপাতালে বা শিক্ষার্থীর বাসায় পরীক্ষা নেওয়ার জন্য। তবে কেন্দ্রের বাহিরে পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই। তাই উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারের নির্দেশে অসুস্থ শিক্ষার্থীকে আলাদা ক্লাস রুমে একজন পর্যবেক্ষক ও মেডিকেল টিমের উপস্থিতিতে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করি।

উপ-সহকারী কমিনিটি মেডিকেল অফিসার মো. এনামুল হক বলেন, ফয়সাল হাসপাতালে ভর্তি ছিলো। তার পেটে ব্যাথা। ভয়ের কিছু নাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়