শিরোনাম
◈ আবারও জেন-জি বিক্ষোভ, এবার দেশ ছেড়ে পালালো আরেক প্রেসিডেন্ট (ভিডিও) ◈ আমানত সুরক্ষা দ্বিগুণ, ফেরত সময় কমলো— ব্যাংক খাতে নতুন যুগের সূচনা? ◈ টাইফয়েড টিকার কার্যকারিতা, পার্শ্বপ্রতিক্রিয়া কতটুকু ◈ সাত কলেজের বিশ্ববিদ্যালয় গঠন: অধ্যাদেশের কাজ ৮০ শতাংশ শেষ, আন্দোলন স্থগিত শিক্ষার্থীদের ◈ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল ইসি ◈ দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে ৬ প্রস্তাবনা প্রধান উপদেষ্টার ◈ কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন ◈ ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে আদালতে আনতেই হবে: ‘অস্থায়ী কারাগার’ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর ◈ ক্ষুদ্র বাংলাদেশ আজ খাদ্য নিরাপত্তার উদাহরণ: রোমে বিশ্ব খাদ্য ফোরামে ইউনূস ◈ ট্রাম্পের বক্তব্যের সময় ফিলিস্তিনের স্বীকৃতি চাইলেন ইসরাইলি এমপি, পার্লামেন্টে হট্টগোল (ভিডিও)

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০১:২৬ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতে স্যালাইন নিয়ে বিছানায় শুয়ে এসএসসি পরীক্ষা দিলো পরীক্ষার্থী ফয়সাল

এসএসসি শিক্ষার্থী ফয়সাল হোসেন

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: এভিন্ডিজের ব্যাথায় অসুস্থ হয়ে হাতে স্যালাইন নিয়ে বিছানায় শুয়ে এসএসসি পরীক্ষা দিলো কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের এসএসসি শিক্ষার্থী ফয়সাল হোসেন।

বৃহস্পতিবার গনিত বিষয়ের পরীক্ষা হাতে স্যালাইন নিয়ে বিছানায় শুয়ে অংশ নেয়।

জানা যায়, উপজেলার নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের এ শিক্ষার্থী এভিন্ডিজের ব্যাথায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণপাড়া মধুমতি হসপিটালে ভর্তি করা হয়। 

শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব মো. মোশারফ হুসেন বলেন, নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল হোসেন অসুস্থ হওয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে ইউএনও স্যারের নিকট মৌখিকভাবে জানানো হয় হাসপাতালে বা শিক্ষার্থীর বাসায় পরীক্ষা নেওয়ার জন্য। তবে কেন্দ্রের বাহিরে পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই। তাই উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারের নির্দেশে অসুস্থ শিক্ষার্থীকে আলাদা ক্লাস রুমে একজন পর্যবেক্ষক ও মেডিকেল টিমের উপস্থিতিতে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করি।

উপ-সহকারী কমিনিটি মেডিকেল অফিসার মো. এনামুল হক বলেন, ফয়সাল হাসপাতালে ভর্তি ছিলো। তার পেটে ব্যাথা। ভয়ের কিছু নাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়