শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০১:২৬ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতে স্যালাইন নিয়ে বিছানায় শুয়ে এসএসসি পরীক্ষা দিলো পরীক্ষার্থী ফয়সাল

এসএসসি শিক্ষার্থী ফয়সাল হোসেন

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: এভিন্ডিজের ব্যাথায় অসুস্থ হয়ে হাতে স্যালাইন নিয়ে বিছানায় শুয়ে এসএসসি পরীক্ষা দিলো কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের এসএসসি শিক্ষার্থী ফয়সাল হোসেন।

বৃহস্পতিবার গনিত বিষয়ের পরীক্ষা হাতে স্যালাইন নিয়ে বিছানায় শুয়ে অংশ নেয়।

জানা যায়, উপজেলার নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের এ শিক্ষার্থী এভিন্ডিজের ব্যাথায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণপাড়া মধুমতি হসপিটালে ভর্তি করা হয়। 

শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব মো. মোশারফ হুসেন বলেন, নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল হোসেন অসুস্থ হওয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে ইউএনও স্যারের নিকট মৌখিকভাবে জানানো হয় হাসপাতালে বা শিক্ষার্থীর বাসায় পরীক্ষা নেওয়ার জন্য। তবে কেন্দ্রের বাহিরে পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই। তাই উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারের নির্দেশে অসুস্থ শিক্ষার্থীকে আলাদা ক্লাস রুমে একজন পর্যবেক্ষক ও মেডিকেল টিমের উপস্থিতিতে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করি।

উপ-সহকারী কমিনিটি মেডিকেল অফিসার মো. এনামুল হক বলেন, ফয়সাল হাসপাতালে ভর্তি ছিলো। তার পেটে ব্যাথা। ভয়ের কিছু নাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়