শিরোনাম
◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী ◈ বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন দু’জন উপদেষ্টা, পদত্যাগ আগামী সপ্তাহে ◈ ফজরের পর আম বয়ানে টঙ্গীতে জোড় ইজতেমা শুরু, আখেরি মোনাজাত ২ ডিসেম্বর

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০১:২৬ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতে স্যালাইন নিয়ে বিছানায় শুয়ে এসএসসি পরীক্ষা দিলো পরীক্ষার্থী ফয়সাল

এসএসসি শিক্ষার্থী ফয়সাল হোসেন

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: এভিন্ডিজের ব্যাথায় অসুস্থ হয়ে হাতে স্যালাইন নিয়ে বিছানায় শুয়ে এসএসসি পরীক্ষা দিলো কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের এসএসসি শিক্ষার্থী ফয়সাল হোসেন।

বৃহস্পতিবার গনিত বিষয়ের পরীক্ষা হাতে স্যালাইন নিয়ে বিছানায় শুয়ে অংশ নেয়।

জানা যায়, উপজেলার নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের এ শিক্ষার্থী এভিন্ডিজের ব্যাথায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণপাড়া মধুমতি হসপিটালে ভর্তি করা হয়। 

শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব মো. মোশারফ হুসেন বলেন, নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল হোসেন অসুস্থ হওয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে ইউএনও স্যারের নিকট মৌখিকভাবে জানানো হয় হাসপাতালে বা শিক্ষার্থীর বাসায় পরীক্ষা নেওয়ার জন্য। তবে কেন্দ্রের বাহিরে পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই। তাই উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারের নির্দেশে অসুস্থ শিক্ষার্থীকে আলাদা ক্লাস রুমে একজন পর্যবেক্ষক ও মেডিকেল টিমের উপস্থিতিতে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করি।

উপ-সহকারী কমিনিটি মেডিকেল অফিসার মো. এনামুল হক বলেন, ফয়সাল হাসপাতালে ভর্তি ছিলো। তার পেটে ব্যাথা। ভয়ের কিছু নাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়