শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০১:২৬ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতে স্যালাইন নিয়ে বিছানায় শুয়ে এসএসসি পরীক্ষা দিলো পরীক্ষার্থী ফয়সাল

এসএসসি শিক্ষার্থী ফয়সাল হোসেন

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: এভিন্ডিজের ব্যাথায় অসুস্থ হয়ে হাতে স্যালাইন নিয়ে বিছানায় শুয়ে এসএসসি পরীক্ষা দিলো কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের এসএসসি শিক্ষার্থী ফয়সাল হোসেন।

বৃহস্পতিবার গনিত বিষয়ের পরীক্ষা হাতে স্যালাইন নিয়ে বিছানায় শুয়ে অংশ নেয়।

জানা যায়, উপজেলার নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের এ শিক্ষার্থী এভিন্ডিজের ব্যাথায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণপাড়া মধুমতি হসপিটালে ভর্তি করা হয়। 

শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব মো. মোশারফ হুসেন বলেন, নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল হোসেন অসুস্থ হওয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে ইউএনও স্যারের নিকট মৌখিকভাবে জানানো হয় হাসপাতালে বা শিক্ষার্থীর বাসায় পরীক্ষা নেওয়ার জন্য। তবে কেন্দ্রের বাহিরে পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই। তাই উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারের নির্দেশে অসুস্থ শিক্ষার্থীকে আলাদা ক্লাস রুমে একজন পর্যবেক্ষক ও মেডিকেল টিমের উপস্থিতিতে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করি।

উপ-সহকারী কমিনিটি মেডিকেল অফিসার মো. এনামুল হক বলেন, ফয়সাল হাসপাতালে ভর্তি ছিলো। তার পেটে ব্যাথা। ভয়ের কিছু নাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়