শিরোনাম
◈ রিট খারিজ, মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই ◈ বেনাপোল বন্দর দিয়ে মাছ রফতানি স্বাভাবিক ◈ ম্যানইউ‌কে কাঁ‌দি‌য়ে ১৭ বছর পর ইউরোপা চ‌্যা‌ম্পিয়ন টটেনহ্যাম ◈ গাজীপুর জেলা বিএনপির সকল ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা ◈ কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়লেন স্বামী-স্ত্রী, এরপর যা হল (ভিডিও) ◈ এক রাতে সাত হাজার নিরীহ মানুষ নিধন! পাক সেনাপ্রধান টিক্কা খানকে  বাংলাদেশের কসাই নামে ডাকা হ‌তো ◈ সি‌রিজ হা‌রের পর লিটন দাস বল‌লেন, আমাদের আরও শিখতে হবে ◈ ‘নাম লেখালেই নম্বর’ যুগ শেষ : জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইনকোর্সে নম্বর পেতে বাধ্যতামূলক ৬০% উপস্থিতি ◈ ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে পর্যায়ক্রমে কারখানা ছুটি দেয়াসহ একগুচ্ছ সিদ্ধান্ত ◈ জুনে রিজার্ভ দাঁড়াবে ৩০ বিলিয়ন ডলার : গভর্নর

প্রকাশিত : ২২ মে, ২০২৫, ০২:২০ রাত
আপডেট : ২২ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা

শিক্ষকদের ‘অহেতুক’ দাবি-দাওয়ার আবেদন বন্ধ করতে কঠোর অবস্থানে শিক্ষা মন্ত্রণালয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত শিক্ষা সচিবের কাছে আবেদন করলে শাস্তির মুখে পড়তে হবে শিক্ষকদের। এমন কঠোর বার্তা দিয়ে কিছু নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২১ মে) সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের কাছে এমপিও (মাসিক পরিশোধ আদেশ) সংক্রান্ত আবেদনসহ বিভিন্ন সমস্যা সমাধানে বা প্রতিকার চেয়ে সরাসরি আবেদন জমা দেওয়ার প্রবণতা বন্ধে এমন কঠোর বার্তা দেওয়া হলো।

নির্দেশনায় আরও বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন অফিসসমূহের কোনো কর্মকর্তা/কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক/শিক্ষিকা, ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতি/সদস্যরা বিধিবহির্ভূত ব্যক্তিগত অভিযোগ/এমপিও সংশ্লিষ্ট আবেদনসহ অন্য আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে না করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সরাসরি আবেদন দাখিল/প্রেরণ করে থাকেন। এতে বিধিগতভাবে কার্যক্রম/ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় না এবং বিভাগের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে।

নির্দেশনায় জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কোনো কর্মকর্তা/কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক/শিক্ষিকা, ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতি/সদস্যকে বিধিবহির্ভূত ব্যক্তিগত অভিযোগ/এমপিও সংশ্লিষ্ট আবেদনসহ অন্য আবেদন যথাযথ কর্তৃপক্ষ ব্যতীত সরাসরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এই নির্দেশনার মাধ্যমে মন্ত্রণালয় তাদের কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আবেদন নিষ্পত্তির প্রক্রিয়াকে সুসংগঠিত করতে চায় বলে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়