শিরোনাম
◈ বাজেটে দুর্বল পরিকল্পনা ও কর ব্যবস্থায় গলদ, সংস্কারে জোর তাগিদ সিপিডির ◈ রাষ্ট্র সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের ডাক এনসিপির, তুলে ধরা হলো ৭ দৃষ্টিভঙ্গি ◈ মে‌হেদী মিরাজ‌কে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি ◈ ভারতে পালানোর সময় বেনাপোলে কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক জামিল গ্রেফতার ◈ আমরা সংস্কার চাই,তবে সেটি অবশ্যই প্রয়োজন এবং সক্ষমতা অনুযায়ী হতে হবে : নজরুল ইসলাম খান ◈ শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি নিয়ে সুখবর দিলেন পরিকল্পনা উপদেষ্টা ◈ ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ পদে পদোন্নতি পেলেন ১২ পুলিশ কর্মকর্তা ◈ আ.লীগ ছাড়া নির্বাচনের প্রশ্নে উত্তর দেওয়ার সময় আসেনি, বললেন ইসি মাছউদ ◈ নুসরাত ফারিয়া গ্রেপ্তার নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি চলবে, কোনো মেয়াদ নেই

প্রকাশিত : ১৯ মে, ২০২৫, ১২:১৪ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেকৃবিতে সাদা দলের সভাপতি অধ্যাপক আবুল বাশার, সম্পাদক ড. নূর মহল বানু 

মোহাম্মদ আবুল বাশার ও মোছাঃ নূর মহল আখতার বানু

মনিরুল ইসলাম : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দলের ২০২৪-২৫ সালের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হয়েছেন— বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার এবং সাধারণ সম্পাদক হয়েছেন কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. নূর মহল আখতার বানু।

রোববার (১৮ মে) রাতে শেকৃবি সাদা দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাদা দলের ২০২৪-২৫ সালের নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত সার্চ কমিটির সভায় মনোনয়ন এবং ১৮ মে (রোববার) তারিখের সাধারণ সভায় ২১ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদিত হয়।

কমিটিতে সহসভাপতি হয়েছেন— কৃষি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান সরকার ও অ্যাগ্রিকালচারাল বোটানি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুব ইসলাম। কোষাধ্যক্ষ হিসেবে কৃষি পরিসংখান বিভাগের অধ্যাপক মো. আব্দুল লতিফ; যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আশরাফী হোসেন এবং উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন।

এছাড়া যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. আব্দুলাহেল বাকী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. খাদিজা আক্তার, প্রচার সম্পাদক হিসেবে অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, যুগ্ম প্রচার সম্পাদক অধ্যাপক ড. এস এম মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সদস্য হয়েছেন— অধ্যাপক ড. মো. রজ্জব আলী, অধ্যাপক মো. নুরউদ্দীন মিয়া, অধ্যাপক ড. এফ এম আমিনুজ্জামান, অধ্যাপক ড. জামিলুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান, অধ্যাপক ড. মো. আব্দুর রহিম এবং অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম।▫️

  • সর্বশেষ
  • জনপ্রিয়