শিরোনাম
◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও) ◈ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, কিছু পণ্যে বেড়েছে ৫০ শতাংশ দাম ◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার!

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ১১:০৮ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চারুকলায় ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ পুনরায় নির্মাণের দায়িত্ব শিল্পীদের ওপর: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানিয়েছেন, চারুকলায় নববর্ষের আনন্দ শোভাযাত্রার মূল মোটিফ ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ আবারও নির্মাণের দায়িত্ব শিল্পীদের ওপর অর্পণ করা হয়েছে।

শনিবার রাতে চারুকলা অনুষদ প্রাঙ্গণে শোভাযাত্রার প্রস্তুতির অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।

উপাচার্য বলেন, "আমরা একটি উদ্যোগ নিয়েছিলাম, সেখানে কিছু বাধা এসেছে। এ ধরনের কাজে বাধা আসবেই, ষড়যন্ত্রও থাকবে। কিন্তু মানুষের পরিশ্রম ও আল্লাহর ওপর ভরসা রেখে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা এগিয়ে যাব। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। আমরা এখন একটি জাতীয় দায়িত্ব পালন করছি এবং সকলকে পাশে থাকার আহ্বান জানাই।"

এদিকে, চারুকলা প্রাঙ্গণে আবারও মোটিফ তৈরির জন্য প্রয়োজনীয় সব উপকরণ আনা হয়েছে। শিল্পীরা দ্রুত সময়ের মধ্যে প্রতিকৃতিটি তৈরি করার চেষ্টা করছেন। ককশিট ব্যবহার করে মোটিফটি যত দ্রুত সম্ভব তৈরি করা যায় কি না, তা নিয়েও কাজ চলছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদ বলেন, "গত এক মাস ধরে বানানো একটি প্রতিকৃতি একদিনে তৈরি করা কঠিন। দেখা যাক, শিল্পীরা কী করেন। তারা চিন্তা-ভাবনা করে যে সিদ্ধান্ত নেবেন, আমরা সেটাই দেখবো।"

তিনি আরও বলেন, "এই বিষয়টি শিল্পীদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। তারা দফায় দফায় বৈঠক করছেন, পরিকল্পনা করছেন। কীভাবে কাজটি সম্পন্ন করা যায়, তা তারা ভালো জানেন।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়