শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ? ◈ ইংল্যান্ডে জম্মগত নারীরাই ক্রিকেট খেল‌বে, নিষিদ্ধ হলেন ট্রান্সজেন্ডাররা ◈ আরব আ‌মিরা‌তের নারী ক্রিকেট দল পে‌লো ওয়ানডে স্ট্যাটাস ◈ খালেদা জিয়ার লন্ডন ফ্লাইট: নিরাপত্তা শঙ্কায় মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো দুই কেবিন ক্রুকে ◈ নিজ জেলা ও বিভাগে কাজ না জানা লোক ক্রিকেট বো‌র্ডে দরকার নেই:  তা‌মিম ইকবাল (ভিডিও) ◈ দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করার জন্য নয়: মামুনুল হক (ভিডিও)

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তুই তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবি’, সমন্বয়ক রাফিকে হুমকি

‘তুই তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবি’- হোয়াটসআপে এমন বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে।

শনিবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে রাফি দাবি করেন, এদিন সকাল ১১টার দিকে তাকে হুমকি দেওয়া হয়। আর এ জন্য তিনি দায়ী করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীকে।

রাফি তার পোস্টে বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী গোলাম রব্বানী আজ আমাকে মেরে ফেলার হুমকি দিলেন! ব্যাপারটা অনেক সুন্দর না? তিনি প্রথম ১২ জুলাই ২০২৪ তারিখে আমাকে কল দেন এবং জিজ্ঞেস করেন, আমার কী লাগবে।

তা ছাড়া বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করেন। সর্বশেষে যখন কনভিন্স করতে পারেননি তখন আমাকে নানাভাবে হুমকি-ধমকি দিয়ে কল কেটে দেন।’

 রাফি আরো বলেন, ‘ঠিক একই নম্বর থেকে আজ (১৮ জানুয়ারি) সকাল ১১টায় কল দেন। প্রথম কলটা রিসিভ করিনি, দ্বিতীয় কলটা রিসিভ করার পর জিজ্ঞেস করলেন, চিনতে পেরেছি কি না! আমি চিনেও বললাম, না চিনতে পারিনি।

তারপর কল কেটে দেন এবং সাথে সাথেই মেসেজ করেন ‘Tumi ses hoye jabe only 3 day bro’।”
প্রতিনিয়ত এমন অহরহ হুমকি আসছে জানিয়ে রাফি বলেন, ‘আমি জানি না আর কত দিন বাঁচতে পারব! কিন্তু আমাকে যদি হত্যা করা হয় তাহলে এই সরকারের সুশীলতা দায়ী থাকবে।’

তিনি বলেন, ‘আমি ১১ জুলাই মরে গেছি, আমাকে মৃত্যুভয় দেখিয়ে লাভ নাই। আর জুলাইয়ে আমাকে কিনতে পারো নাই, দাবায় রাখতে পারো নাই।

এখনো পারবা না। ৩ আগস্ট আম্মা আমাকে বলছিলেন, যা করবা বীরের মতো মাথা উঁচায়া করবা। এটাই আমার বাকি ছিল, এটাও পেয়ে গেছি। আমার আর কোনো প্রাপ্তি নাই। শুধু একটাই চাওয়া বাংলাদেশ ভালো থাকুক। ইনকিলাব, জিন্দাবাদ।’

এদিকে রাফির ওই পোস্টে মন্তব্য করেছেন অভিযুক্ত গোলাম রব্বানী। তিনি বলেছেন, ‘ভাইয়া, এটা আমার নম্বর বা ভয়েস না। পোস্ট করার আগে তোমার খোঁজখবর নেওয়া ও ভেরিফাই করা উচিত ছিল। ফেসবুক বা ইউটিউব থেকে কোনো ভিডিও দেখেও তো আমার ভয়েস কম্পেয়ার করতে পারতা। এটুকু কমনসেন্স থাকা জরুরি। তুমি এই নম্বরটা প্রশাসনকে দাও, নম্বর ও ভয়েসের ব্যক্তিকে দ্রুত খুঁজে বের করতে বলো। ভালোভাবে না জেনে এভাবে কাউকে উদ্দেশ করে পোস্ট করা নেহায়েত বালখিল্যতা ও অর্বাচীনতা!’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়