শিরোনাম
◈ কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ, এক আসনে লড়ছেন ২৪ জন ◈ শেষ ষোলয় সেনেগালকে হারা‌তে চায় সুদান ◈ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট মুস্তাফিজের ◈ গাজায় ত্রাণ সংস্থা নিষিদ্ধ করায় নেতানিয়াহুকে 'ফেরাউন' বললেন এরদোগান ◈ অ‌স্ট্রেলিয়ান ক্রিকেটার খাজা বললেন, আমি গর্বিত মুসলিম  ◈ চলতি মাসে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ নলডাঙ্গায় জয় বাংলা স্লোগান দিয়ে সড়কে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার ◈ ভারত-বাংলাদেশ যাতায়াতে পেট্রাপোল বন্দরে ‘প্যাসেঞ্জার ইউজার চার্জ’ বসালো ভারত ◈ ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ : বৈষম্যবিরোধী নেতা ◈ টিকে থাকলেও থমকে গেল গতি—২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্র

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৪, ০১:০৪ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কতজন শিক্ষার্থী মারা গেছেন, জানতে সময় লাগবে: শিক্ষামন্ত্রী

নাহিদ হাসান: [২.১] কতজন শিক্ষার্থী মারা গেছেন এবং তাদের জন্য কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা-এ প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল বলেন, শিক্ষার্থীদের বিষয়ে বলতে চাচ্ছি যে, এখানে শিক্ষার্থীর সংখ্যা কত? তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে যে আন্দোলন তথাকথিত আন্দোলনই বলবো; কারণ মূলত এর মূল উদ্দেশ্য আমরা পরে দেখতে পেয়েছি। সেই আন্দোলনে শিক্ষার্থীদের কতটুকু অংশগ্রহণ ছিলো এবং দেশের কোন কোন জায়গায় শিক্ষার্থী ছিলেন এবং তাদের পেছনে কারা ছিলেন,  সেটা আগে নিরূপণ করতে হবে। 

[২.২] আর শিক্ষার্থীর সংখ্যা ধার্য করার জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ মার্ক করে এবং তার আগেই আমরা একটা এসেসমেন্ট করছি। আমরা এখন যেটা দেখছি যে, কিছুটা আছে তথ্য, কিছুটা অপতথ্য, কিছুটা গুজব। 

[২.৩] এই  যে তথ্যে যে বিভ্রাট,  সেটাকে ব্যবহার করেই জনমনে আবেগ, উত্তেজনা সৃষ্টি করে নাশকতামূলক কাজগুলো করা হচ্ছিলো। 

[২.৪] সুতরাং এই পরিস্থিতি বর্তমানে  সেটা পরিবর্তন হওয়ার পরেই আমাদের পক্ষে সঠিকভাবে নিরূপণ করা সহজ হবে,কারা কারা শিক্ষার্থী ছিলেন এবং তারা কোন কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। সেটা এই মুহূর্তে [বর্তমানে যে অবস্থা তাতে] নিরূপণ করা কঠিন। সম্পাদনা: সমর চক্রবর্তী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়