শিরোনাম
◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র ◈ শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৪, ০২:০১ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবিতে যা আছে

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন প্রতিনিধি বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় সরকারের তিন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তাদের মূল দাবি, সর্বোচ্চ ৫ শতাংশ কোটা রেখে সংসদে আইন পাস করতে হবে। এছাড়া আট দফা দাবি তারা তুলে ধরেন।

দাবিগুলো হল-

১. আন্দোলনে ‘হত্যাকাণ্ডে’ জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে মামলা দায়ের, গ্রেপ্তার। আন্দোলনে নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের একজনকে চাকরি প্রদান।

২. সরকারের যে পর্যায় থেকে ছাত্রলীগকে উসকে দেওয়া হয়েছে, হামলার নির্দেশ দেওয়া হয়েছে, সেজন্য তাদের বিচারের আওতায় আনতে হবে।

৩. আবাসিক হল খুলতে হবে। সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালু করতে হবে।

৪. ক্যাম্পাস থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত অপসারণ করতে হবে।

৫. ছাত্রলীগ ও যুবলীগের নেতৃত্বে ‘হামলাকারীদের’ বিচারের আতওয়া আনতে হবে।

৬. ‘নীরব ভূমিকায় থাকা’ ভিসি ও প্রক্টরদের পদত্যাগ।

৭. আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা সকল মামলা প্রত্যাহার।

৮. আন্দোলনে থাকা শিক্ষার্থীদের রাজনৈতিক, আইনি এবং অ্যাকাডেমিক হয়রানি বন্ধের নিশ্চয়তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়