শিরোনাম
◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ০৯:৫১ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাবিতে জড়ো হওয়া আন্দোলনকারীদের পুলিশ-বিজিবির ধাওয়া

এম. শামীম, রাবি: [২] রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সরাতে পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালিয়েছে। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন থেকে প্রায় চার ঘন্টা অবরুদ্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবমুক্ত করেন পুলিশ প্রশাসন।

[৩] বুধবার (১৭ জুলাই) বিকেল সোয়া ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এ অভিযান শুরু করেন আইনশৃঙ্খলা বাহিনী। এসময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন পুলিশ। এসময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে সবাই সবার মতো হল বা মেসে চলে যান।

[৪] এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এ অভিযানে কোন শিক্ষার্থী আহত হয়েছে কিনা এমন তথ্য এখনো পাওয়া যায়নি।

[৫] এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে এখনো বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব, বিজিবি মোতায়েন করা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে পুলিশ সদস্যসহ একটি জলকামান রাখা হয়েছে।

[৬] এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, শিক্ষার্থীরা নিরাপদে হলে অবস্থান করতে পারবে। পুলিশ বিনা কারণে কোনো শিক্ষার্থীকে হয়রানি করবে না। হল প্রশাসন শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিবে। তবে অযথায় ক্যাম্পাসে শিক্ষার্থীরা যেন ঘুরাফেরা না করে কারণ রাত থেকে পুলিশ ও বিজিবি টহল দিবে।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়