শিরোনাম
◈ প্রথমবারের মতো জাপানের রাজনৈতিক দলের নেতা হবে AI ◈ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৪, ০৯:১৩ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৪, ০৯:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুয়েট শিক্ষার্থীদের ইমেইলে হিজবুত তাহরীরের নামে বার্তা

সুজন কৈরী: [২] বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় হিযবুত তাহরীরের নামে বার্তাটি পাঠানো হয়েছে। বার্তাকে শিক্ষার্থীরা ‘বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে প্রত্যাখান করেছেন এবং প্রতিবাদ ও প্রতিহত করার ঘোষণা দিয়ে বিবৃতি দিয়েছেন। তারা ইমেইলের আইপি এড্রেস শনাক্ত করার দাবি জানিয়েছেন।

[৩] এক বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, বৃহস্পতিবার রাত ১২টায় সুবল দাস (subaldas9897@gmail.com) নামে ইমেইল আইডি থেকে বুয়েটের সব বর্ষের অনেক সাধারণ শিক্ষার্থীর ইনস্টিটিউশনাল ইমেইলে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের নামে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়। পিডিএফ ফরমেটে পাঠানো ওই প্রেস বিজ্ঞপ্তির টাইটেল ছিল ‘ছাত্রলীগের আগ্রাসন থেকে আমাদের মেধাবী সন্তানদের নিরাপত্তা দিবে?’ বার্তায় সাধারণ ছাত্রদের এই নিষিদ্ধ সংগঠনের দিকে আহ্বান জানোনো হয়। গতকাল এবং এর আগেও পৃথক একাধিক ইমেইল (asifzamandhaka1996@gmail.com, junayedkabir4.0@gmail.com) ব্যবহার করে এজাতীয় পিডিএফ ফাইল পাঠানো হয়। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বেনামি স্টিকারে কিউ আর কোড দেয়া থাকে, যা স্ক্যান করলে হিজবুত তাহরীরের প্রচারণামুখী লেখা দেখা যায়।

[৪] শিক্ষার্থীরা বলেন, কৌশলে নিষিদ্ধ সংগঠনের এমন তৎপরতায় শংকিত হয়ে আমরা বিভিন্ন সময় উপাচার্য এবং ছাত্রকল্যাণ পরিষদ বরাবর অভিযোগ করি। কে বা কারা গোপনে এরূপ কর্মকাণ্ড চালাচ্ছে তা নিয়ে তদন্ত চলমান বলে আমাদের জানানো হয়। নির্দেশনা দেওয়া হয় যে, আমরা যেন উপাচার্য, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ার এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন, কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি বরাবর অনলাইনে অভিযোগ দাখিল করি। বিশেষ করে বৃহস্পতিবার রাতে গণহারে মেইল আসার পর আমরা সকলে অনতিবিলম্বে কর্তৃপক্ষকে অভিযোগ জানাই। পাশাপাশি আমাদের মধ্যে অনেকে এদের বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নিতে জিডি করছে।

[৫] শিক্ষার্থীরা যতদ্রুত সম্ভব এর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে প্রয়োজনে দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সহযোগিতায় আইসিটি সেল গঠন করে এসব মেইলের আইপি এড্রেস শনাক্ত করে অপরাধীদের শাস্তির আওতায় আনতে উপাচার্যের প্রতি আহ্বান জানান। সম্পাদনা: কামরুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়