শিরোনাম
◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ডার্পা প্রযুক্তি : যেভাবে তারবিহীন বিদ্যুৎ আবিষ্কার করে অবাক করলো বিশ্বকে (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? ◈ মর‌ক্কোর স‌ঙ্গে প্রী‌তি ম্যাচ খেল‌তে চায় বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার প্রস্তাব

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:২৪ রাত
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ৯-১২ ফেব্রুয়ারি টেক্সটাইল সোর্সিং মিট ও রোড শো করবে বিজিএমইএ 

বিজিএমইএ 

মনজুর এ আজিজ: ২০৩০ সালের মধ্যে পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য অর্জনের জন্য সওটেক্স, কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাষ্ট্রিজ (সিআইটিআই) কে সাথে নিয়ে ভারতে ৯-১২ ফেব্রুয়ারি টেক্সটাইল সোর্সিং মিট এবং রোড শো করার পরিকল্পনা করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। 

ভারতের শীর্ষ টেক্সটাইল প্রস্তুতকারকদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে বিজিএমইএর একটি প্রতিনিধিদল দিল্লি, আহমেদাবাদ ও সুরাট শহরে পরিকল্পিত টেক্সটাইল সোর্সিং রোডশোতে যোগদানের জন্য চার দিনের সফরে ভারতে যাচ্ছেন। বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে বিজিএমইএ এর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিমসহ বাংলাদেশ পোশাক শিল্পের প্রতিনিধিদলটি ইভেন্টে যোগদান করবে। ৯ ফেব্রুয়ারি দিল্লিতে এবং ১০-১১ ফেব্রুয়ারি আহমেদাবাদ এবং সুরাট শহরের বৈঠকে অংশ নেবেন তারা। 

বাংলাদেশ ২০৩০ সাল নাগাদ ১০০ বিলিয়ন পোশাক রপ্তানির যে লক্ষ্য নির্ধারণ করেছে, তা পূরণে বাংলাদেশ ও ভারতের মধ্যে এই বৈঠক দেশে উচ্চ মানের ফেব্রিক্স এবং উপকরণ সরবরাহ করার ক্ষেত্রে অংশীদারিত্ব গড়ে তোলার দিকে একটি বড় পদক্ষেপ হবে।

বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়েছে, ম্যান-মেইড ফাইবার-ভিত্তিক পোশাকের চাহিদা দিন দিন বাড়ছে এবং ভারত ম্যান-মেইড ফাইবারভিত্তিক ফেব্রিক্স, বিশেষ করে বিভিন্ন ধরনের ফ্যাশন ফেব্রিক্স উৎপাদনে নির্ভরযোগ্য উৎস। যেহেতু ভারতীয় টেক্সটাইল সাপ্লাই চেইন অত্যন্ত বিস্তৃত, তাই বিজিএমইএ ফ্যাশন এবং টেক্সটাইল সামগ্রী আমদানির জন্য ভারতের সঠিক সরবরাহকারীদের সাথে দ্রুত সংযোগ স্থাপনের লক্ষ্যে সওটেক্স- টেক এগ্রিগেটর বিটুবি সোর্সিং প্লাটফর্ম এর সাথে কাজ করছে।

ভারতের মতো একটি নির্ভরযোগ্য উৎস থেকে দ্রুত সময়ের মধ্যে মানসম্পন্ন কাঁচামাল আমদানি, আমাদের ক্রেতাদের চাহিদা পূরণের পাশাপাশি বাংলাদেশকে বৈচিত্র্যময় বাজারে শেয়ার বাড়াতে সহায়তা করবে। তাই বাংলাদেশের পোশাক শিল্পখাতে, মানসম্পন্ন কাঁচামালের পাশাপাশি চীন ও ভারত থেকে সহজলভ্য উপকরণ প্রয়োজন। এজন্য বিজিএমইএ অতিরিক্ত স্থল বন্দরগুলো খুলে দিতে, সেইসাথে প্রেট্রোপোল-বেনাপোল সীমান্তে যানজট কমাতে এবং ভারত থেকে বাংলাদেশে পোশাক শিল্পের কাঁচামাল যেন নির্বিঘ্নে রেলের মাধ্যমে আসতে পারে সেজন্য বাংলাদেশ ও ভারতের সরকারি সংস্থাগুলোর সহযোগিতা প্রয়োজন। 

সওটেক্স ৯ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে দিল্লীতে শুরু হওয়া এই টেক্সটাইল রোডশোর কো-হোস্টিং করছে সিআইটিআই, ডেনিম ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন, এসআরটিইপিসি এবং টেক্সটাইল মন্ত্রনালয়, জিওআই স্টেকহোল্ডার।  

এমএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়