জেরিন আহমেদ: [২] শনিবার আম রপ্তানিতে যুক্ত প্রকল্পের কর্মকর্তা ইকবাল হোসেন জানান, পরীক্ষামূলকভাবে ১০০ কেজি গোবিন্দভোগ আম যাচ্ছে এশিয়ান মার্চেন্ট হংকংয়ের বাজারে।
[৩] তিনি বলেন, সাতক্ষীরায় উৎপাদিত হিমসাগর ও ল্যাংড়া আমের খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে প্রবেশ করেছে। এরমধ্যে বেশি খ্যাতি ছিল ইউরোপের বাজারে।
[৪] আমচাষী রফিকুল ইসলাম জানান, বাগান থেকে কার্টুন করা পর্যন্ত কোথাও কোনো অনিয়ম যাতে না হয় সেজন্য কৃষি বিভাগ, জেলা প্রশাসনের কড়া নজরদারি রয়েছে।
[৫] কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নূরুল ইসলাম বলেন, এ বছর সারাদেশ থেকে ৬০০ টন আম বিদেশে রপ্তানি করা হবে। যার মধ্যে শুধু সাতক্ষীরা থেকে যাবে একশ টন আম। ১৯ মে বিদেশে আম যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সম্পাদনা: হাসান হাফিজ।
আপনার মতামত লিখুন :