শিরোনাম
◈ এনসিপি যেসব আসনে নির্বাচন করবে, দেখুন তালিকা ◈ তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তার টেলিবৈঠক ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আসনগুলোতে লড়বে জামায়াত, দেখুন তালিকা ◈ উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু ◈ ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচা‌দো নি‌জের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন ◈ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠলো বার্সেলোনা ◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৩ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিংড়িশিল্পে ঝুঁকি এড়াতে ভেনামি পোনা আমদানি স্থগিত করল সরকার

দেশে ভেনামি চিংড়ি চাষে ব্যবহৃত পোনা আমদানির নতুন ও বিদ্যমান সব অনুমোদন স্থগিত করেছে সরকার। রোগ সংক্রমণ, পরিবেশগত ক্ষতি এবং দেশীয় চিংড়িশিল্পের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ জানুয়ারি মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় ভেনামি চিংড়ি চাষের পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব পর্যালোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

সভায় জানানো হয়, ভেনামি চিংড়ি সম্পূর্ণভাবে আমদানিনির্ভর একটি প্রজাতি। এর পোনা বিদেশ থেকে আনার ফলে রোগ সংক্রমণ ও পরিবেশদূষণ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, যা শুধু ভেনামি নয়—দেশীয় বাগদা ও গলদা চিংড়িসহ পুরো চিংড়ি খাতকে হুমকির মুখে ফেলতে পারে। একই সঙ্গে অতি নিবিড় ভেনামি চাষ উপকূলীয় পরিবেশ, মাটির গুণাগুণ ও পানির ভারসাম্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে সভায় মত দেওয়া হয়।

এসব ঝুঁকি বিবেচনায় ভেনামি চিংড়ির অবাধ সম্প্রসারণ বন্ধ করে তা নিয়ন্ত্রিত, নিবিড় ও পরিবেশসম্মত কাঠামোর মধ্যে সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ইতিমধ্যে অনুমোদনপ্রাপ্ত খামারগুলোর কার্যক্রম কঠোরভাবে তদারকি এবং চাষের শর্তাবলি মানা হচ্ছে কি না, তা সরেজমিনে যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। এই মূল্যায়ন ও গবেষণা শেষ না হওয়া পর্যন্ত ভেনামি চিংড়ি চাষে পোনা আমদানির সব ধরনের অনুমোদন স্থগিত থাকবে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, ভেনামি চিংড়ি চাষের দীর্ঘমেয়াদি পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে পৃথক গবেষণা পরিচালনা করা হবে। গবেষণার ফলাফলের ভিত্তিতে ভবিষ্যতে এই খাতের নীতিমালা ও প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হবে। পাশাপাশি আমদানিনির্ভর ভেনামির ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় বাগদা ও গলদা চিংড়ির উৎপাদন ও চাষ সম্প্রসারণে নতুন প্রকল্প গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে, যাতে দেশীয় চাষি, রপ্তানি আয় ও পরিবেশ—সবকিছুর সুরক্ষা নিশ্চিত করা যায়।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. জিয়া হায়দার চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট জেলার মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়