সালেহ্ বিপ্লব: ফেসবুকে সাংবাদিক মেরাজ মেভিস বিশ্বের বেশ কিছু দেশে অকটেনের দামসম্বলিত এই চিত্রটি তুলে ধরেছেন। হিসাব করা হয়েছে বাংলাদেশি টাকায়। বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলোতে তেলের দাম ৫ আগস্টের বাজার অনুযায়ী।
এই পরিসংখ্যান বলছে, অকটেনের দাম সবচেয়ে কম ভেনিজুয়েলায়, বাংলাদেশি টাকায় প্রতি লিটার ২ টাকা ১০ পয়সা। আর সবচেয়ে বেশি দাম হংকং-এ, প্রতি লিটার ২৮২ টাকা ৩০ পয়সা।
ক্রমানুসারে ভেনিজুয়েলার পর মালয়েশিয়া, সেদেশে প্রতি লিটার অকটেনের দাম টাকায় ৪৩ টাকা ৬০ পয়সা। এরপর রাশিয়া ৭৭ টাকা ৭০ পয়সা, পাকিস্তান ৯১ টাকা ৭০ পয়সা, মালদ্বীপ ১০১ টাকা ৫০ পয়সা, ভিয়েতনাম ১০৬ টাকা ২০ পয়সা, ইন্দোনেশিয়া ১১০ টাকা ৫০ পয়সা, ভ‚টান ১২০ টাকা ৬০ পয়সা, ভারত ১২০ টাকা, চীন ১২৮ টাকা, বাংলাদেশ ১৩৫ টাকা, নেপাল ১৩৫ টাকা ৬০ পয়সা, শ্রীলংকা ১৪২ টাকা ৯০ পয়সা, সিঙ্গাপুর ১৯২ টাকা ১০ পয়সা এবং ব্রিটেন ২১২ টাকা ২০ পয়সা।