সর্বজনীন পেনশন স্কিমে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত জমাকৃত অর্থের ওপর মুনাফা প্রদান করা হয়েছে। চাঁদাদাতাদের মোট জমাকৃত অর্থের বিনিয়োগকাল বিবেচনায় নিয়ে মুনাফার হার নির্ধারণ করা হয়। ২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ মুনাফার হার নির্ধারিত হয়েছে ১১.৬১ শতাংশ। চাঁদাদাতারা তাঁদের পেনশন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রাপ্ত মুনাফার পরিমাণ দেখতে পারবেন।
সোমবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের তৃতীয় সভায় এ তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, গত ৩০ জুন পর্যন্ত সর্বজনীন পেনশন স্কিমে মোট ৩ লাখ ৭৩ হাজার ৯৮৭ জন চাঁদাদাতা যুক্ত হয়েছেন। তাঁদের মাসিক চাঁদা এবং ২০২৩-২৪ অর্থবছরের প্রারম্ভিক স্থিতিসহ মোট জমার পরিমাণ দাঁড়িয়েছে ১৮৭ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ৫৪ টাকা। এ সময়ের জন্য মুনাফার মোট পরিমাণ হয়েছে ১৬ কোটি ৩৩ লাখ ৪ হাজার ২৩ টাকা।
২০২৫ সালের ৫ অক্টোবর পর্যন্ত সর্বজনীন পেনশনের চারটি স্কিমে মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৫ হাজার ৯৫০ জন। এ ছাড়া সরকারি ট্রেজারি বন্ডে সর্বমোট বিনিয়োগের পরিমাণ ২২১ কোটি ৬৩ লাখ ৯১৯ টাকা, যার মধ্যে সর্বশেষ বিনিয়োগ (১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে) ছিল ৬ কোটি ১১ লাখ ৩১ হাজার ৪০৯ টাকা।