শিরোনাম
◈ দিনদুপুরে প্রাইভেট কারে থাকা বিএনপি কর্মীকে এলোপাতাড়ি গুলি করে হত্যা ◈ হজের নিবন্ধন করা যাবে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েই  ◈ একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম ◈ ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ ◈ নতুন ২ জাতীয় দিবসে ছুটি থাকবে? যা জানাগেল ◈ অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের পাশে থাকতে চায় জার্মানি ◈ জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে নিতে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে : মির্জা ফখরুল ◈ বাংলা‌দেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন ◈ ভারতের নাগরিকত্ব নিতে চলেছেন পাকিস্তানের সা‌বেক ক্রিকেটার দানিশ কানেরিয়া? ◈ অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দিলে অ্যামেরিকার লাভ না ক্ষতি?

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ১২:৪১ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সর্বজনীন পেনশন স্কিমে মুনাফা নিয়ে সুখবর

সর্বজনীন পেনশন স্কিমে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত জমাকৃত অর্থের ওপর মুনাফা প্রদান করা হয়েছে। চাঁদাদাতাদের মোট জমাকৃত অর্থের বিনিয়োগকাল বিবেচনায় নিয়ে মুনাফার হার নির্ধারণ করা হয়। ২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ মুনাফার হার নির্ধারিত হয়েছে ১১.৬১ শতাংশ। চাঁদাদাতারা তাঁদের পেনশন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রাপ্ত মুনাফার পরিমাণ দেখতে পারবেন।

সোমবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের তৃতীয় সভায় এ তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, গত ৩০ জুন পর্যন্ত সর্বজনীন পেনশন স্কিমে মোট ৩ লাখ ৭৩ হাজার ৯৮৭ জন চাঁদাদাতা যুক্ত হয়েছেন। তাঁদের মাসিক চাঁদা এবং ২০২৩-২৪ অর্থবছরের প্রারম্ভিক স্থিতিসহ মোট জমার পরিমাণ দাঁড়িয়েছে ১৮৭ কোটি ৯৭ লাখ ৯০ হাজার ৫৪ টাকা। এ সময়ের জন্য মুনাফার মোট পরিমাণ হয়েছে ১৬ কোটি ৩৩ লাখ ৪ হাজার ২৩ টাকা।

২০২৫ সালের ৫ অক্টোবর পর্যন্ত সর্বজনীন পেনশনের চারটি স্কিমে মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৫ হাজার ৯৫০ জন। এ ছাড়া সরকারি ট্রেজারি বন্ডে সর্বমোট বিনিয়োগের পরিমাণ ২২১ কোটি ৬৩ লাখ ৯১৯ টাকা, যার মধ্যে সর্বশেষ বিনিয়োগ (১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে) ছিল ৬ কোটি ১১ লাখ ৩১ হাজার ৪০৯ টাকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়