শিরোনাম
◈ দিনদুপুরে প্রাইভেট কারে থাকা বিএনপি কর্মীকে এলোপাতাড়ি গুলি করে হত্যা ◈ হজের নিবন্ধন করা যাবে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েই  ◈ একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম ◈ ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ ◈ নতুন ২ জাতীয় দিবসে ছুটি থাকবে? যা জানাগেল ◈ অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের পাশে থাকতে চায় জার্মানি ◈ জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে নিতে ‘গভীর ষড়যন্ত্র’ চলছে : মির্জা ফখরুল ◈ বাংলা‌দেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন ◈ ভারতের নাগরিকত্ব নিতে চলেছেন পাকিস্তানের সা‌বেক ক্রিকেটার দানিশ কানেরিয়া? ◈ অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দিলে অ্যামেরিকার লাভ না ক্ষতি?

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০১:২২ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

বাংলাদেশ থেকে অপরিশোধিত রাইস ব্রান তেল নেবে জাপান

মনজুর এ আজিজ : বাংলাদেশ থেকে অপরিশোধিত রাইস ব্রান তেল নিতে চায় জাপানের শীর্ষ রাইস ব্রান তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সানওয়া ইউশি কোম্পানি লিমিটেড। সোমবার (৬ অক্টোবর) বিকেলে এফবিসিসিআই মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশে রাইস ব্রান তেলের বাজার চাহিদা এবং ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় এই আগ্রহের কথা জানান জাপানের সানওয়া ইউশি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়োজাইমন ইয়ামাগুচি। 
সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর। তিনি বাংলাদেশে ভোজ্যতেলের বাজার সম্ভাবনা, চাহিদা, সরবরাহ ব্যবস্থা এবং বিনিয়োগ সম্ভাবনা বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় রাইস ব্রান তেল সংশ্লিষ্ট শিল্পের স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সানওয়া ইউশি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়োজাইমন ইয়ামাগুচি জানান, জাপানে ভোজ্যতেলের মোট চাহিদার ৩০ থেকে ৪০ ভাগের যোগান দেয় রাইস ব্রান তেল উৎপাদনকারীরা। তবে চাহিদার তুলনায় জাপানের ভোজ্যতেল উৎপাদন সক্ষমতা কম বলেও উল্লেখ করেন তিনি।

ইয়োজাইমন ইয়ামাগুচি বলেন, যেহেতু জাপানে প্রচুর চাহিদা রয়েছে, আমরা বাংলাদেশ থেকে অপরিশোধিত তেল নিতে চাই।

মতবিনিময় সভায় বাংলাদেশ সুদান জিনিং কটন কোম্পানি লিমিটেডের বিজনেস অ্যাসোসিয়েট গাজী মাহমুদ কামাল বলেন, রাইস ব্রান তেলের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমানো সম্ভব। ধান যেহেতু দেশের প্রধান ফসল এবং স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত কাঁচামাল রয়েছে। সেহেতু রাইস ব্রান তেলের বাজার সম্ভাবনা যথেষ্ট।

কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব (পিআরএল) মো. জাকির হোসেন বলেন, বেশকিছু প্রতিষ্ঠান দেশে রাইস ব্রান তেল উৎপাদন করছে। তবে ভোক্তা পর্যায়ে এর চাহিদা তুলনামূলক কম। সেক্ষেত্রে আমরা রপ্তানি বাজার নিয়ে ভাবতেই পারি। 

এ সময় রাইস ব্রান তেল শিল্পে জাপানী বিনিয়োগের পাশাপাশি প্রযুক্তিগত সহযোগিতা আহ্বান করেন এফবিসিসিআই মহাসচিব। সানওয়া ইউশি কোম্পানি লিমিটেড বাংলাদেশে শিল্প স্থাপন করলে এফবিসিসিআই’র পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা প্রদান করা হবে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় অংশ নিয়ে স্থানীয় ভোজ্যতেল উৎপাদনকারীরা বলেন, অপরিশোধিত তেল রপ্তানি করা হলে দেশে রাইস ব্রান তেলের কাঁচামালের সংকট দেখা দিতে পারে। এক্ষেত্রে অপরিশোধিত তেল রপ্তানির বিপক্ষে মত দেন কেউ কেউ। আবার কেউ কেউ প্রস্তাব দেন অপরিশোধিত তেলের পাশাপাশি বাংলাদেশ থেকে জাপানে পরিশোধিত তেল রপ্তানির। 

সভায় রাইস ব্রান তেল শিল্পের বিভিন্ন দিক নিয়ে মূল্যবান তথ্য-উপাত্ত উপস্থাপন করেন এফবিসিসিআই’র সাবেক পরিচালক মো. আব্দুল হক। এ সময় আরও বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সাধারণ পরিষদের সদস্য মো. জাকির হোসেন নয়ন। সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল এনডিসি, এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রি. জে. (অব) আবু নাঈম মো. শহীদউল্লাহ, সানওয়া ইউশি কোম্পানি লিমিটেডের কর্পোরেট প্ল্যানিং বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তাকাকি ইয়ামাগুচি, বাংলাদেশ সুদান জিনিং কটন কোম্পানি লিমিটেডের ম্যানেজিং পার্টনার আগিব আবুল খায়ের, বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়