শিরোনাম
◈ কুমিল্লায় মা-দুই সন্তানকে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি ◈ প্রশ্ন করেন খালেদ মুহিউদ্দীন ‘আপনি আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চান?’ জবাবে ফয়জুল করীম বলেন, ‘হ্যাঁ, বানাতে চাই।’ ◈ ফিলিস্তিনের আরও এক ফুটবলার ইসরায়েলের হামলায় প্রাণ হারালেন, ২৬৪ ক্রীড়া স্থাপনা ধ্বংস ◈ রা‌তে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও সৌ‌দি আর‌বের আল হিলাল মু‌খোমু‌খি ◈ স্থিতিশীল বাজারে সবজি রপ্তানিতে রেকর্ড: এক বছরে প্রবৃদ্ধি ৩১৩%, শীর্ষে আলু ও বাঁধাকপি ◈ ঘরে বসেই অনলাইনে দেশ-বিদেশ থেকে পাগলা মসজিদে দান করা যাবে ◈ আলজাজিরার অনুসন্ধানে বাংলাদেশ-ভারত কিডনি পাচার চক্রের চাঞ্চল্যকর তথ্য ◈ রংপুর বিভাগে ৩৩ প্রার্থীর নাম ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ১৭ আগস্ট স্প‌্যা‌নিশ লা লিগা শুরু, প্রথম দি‌নেই পৃথক ম‌্যা‌চে  রিয়াল ও বা‌র্সেলোনা মা‌ঠে নাম‌বে ◈ পাহাড়ে নতুন এক বাংলাদেশ! দুই-তিনদিনের পথ এখন পাড়ি দিচ্ছে মাত্র কয়েক ঘণ্টায়

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ০২:৫৯ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সঞ্চয়পত্রের মুনাফার হার কমাল সরকার

সরকার জাতীয় সঞ্চয়পত্রের প্রধান স্কিমগুলোর মুনাফার হার ৪৭ থেকে ৫৭ বেসিস পয়েন্ট কমিয়েছে, যা আজ থেকে কার্যকর হবে।

অর্থ মন্ত্রণালয় গতকাল একটি পরিপত্র জারি করে পারিবারিক সঞ্চয়পত্রসহ চারটি প্রধান সঞ্চয়পত্রের নতুন হার ঘোষণা করে।

পরিপত্র অনুযায়ী, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে এখন থেকে সুদহার হবে ১১ দশমিক ৮৩ শতাংশ, যা আগে ছিল ১২ দশমিক ৩৭ শতাংশ।

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সুদের হার হবে ১১ দশমিক ৮২ শতাংশ, যা আগে ছিল ১২ দশমিক ৩০ শতাংশ।

পারিবারিক সঞ্চয়পত্রের পাঁচ বছরের মেয়াদ পূর্তিতে সুদহার ১২ দশমিক ৫০ শতাংশ থেকে কমে হয়েছে ১১ দশমিক ৯৩ শতাংশ। অন্যদিকে পেনশনার সঞ্চয়পত্রে সরকার এখন ১১ দশমিক ৯৮ শতাংশ সুদ দেবে, যা আগে ছিল ১২ দশমিক ৫৫ শতাংশ।

নতুন এই মুনাফার হার সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে প্রযোজ্য হবে। তবে, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংকের হিসাবের সুদহার অপরিবর্তিত থাকবে।

সংশোধিত হার কেবল আজ ১ জুলাই বা তার পর ইস্যু করা সঞ্চয়পত্রের জন্য প্রযোজ্য হবে। এই তারিখের আগে ইস্যু করা সঞ্চয়পত্রের জন্য আগের মুনাফার হার বহাল থাকবে। পুর্নবিনিয়োগের ক্ষেত্রে যেদিন পুর্নবিনিয়োগ করা হবে, সেদিনের হার প্রযোজ্য হবে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সঞ্চয় স্কিমগুলোর সুদের হার প্রতি ছয় মাস অন্তর পর্যালোচনা ও পুনর্নির্ধারণ করা হবে। তবে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের সময় যে হার ছিল মেয়াদপূর্তিতে সেই হার পাবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়