শিরোনাম
◈ রোহিঙ্গা সংকট সমাধানে সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের ◈ একাদশে ভর্তি: শেষ ধাপের ফল প্রকাশ, কলেজ পাননি ৫২৪০ শিক্ষার্থী ◈ চিকিৎসার জন্য নুরকে বিদেশ নেওয়া হবে কি না, জানালেন ঢামেক পরিচালক ◈ জাতীয় পার্টির কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন ◈ একীভূতকরণে এগিয়েছে দুই ব্যাংক, এক্সিম ব্যাংক এখনও সময় চায় ◈ স্বর্ণের দামে নতুন রেকর্ড বিশ্ববাজারে ◈ ইতিহাস গড়লেন লিটন দাস ◈ এক দিনে ৪৪ মিলিয়ন ডলার বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ ভারতীয় উদ্যোক্তারা শুল্ক আরোপকে বলছনে ‘বাণজ্যিকি নষিধোজ্ঞা’, রপ্তানি ৭০% হ্রাসের শঙ্কা ◈ ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান

প্রকাশিত : ২৫ জুন, ২০২৫, ০৮:৩৮ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

রাজনৈতিক অনিশ্চয়তা না থাকায় ঋণে ছাড় দিচ্ছে দাতা সংস্থা: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে দেশে রাজনৈতিক অনিশ্চয়তা না থাকায় ঋণদাতা সংস্থাগুলো ঋণ দেয়ার ক্ষেত্রে ছাড় দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (২৫ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে। তবে বর্তমানে রাজনৈতিক অনিশ্চয়তা না থাকায় ও ফেব্রুয়ারির দিকে নির্বাচনের ঘোষণা আসায় ঋণদাতা সংস্থাগুলো ঋণ দেয়ার ক্ষেত্রে ছাড় দিয়েছে।

হরমুজ প্রণালীর কারণে গম বা জ্বালানি আমদানির ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলেও জানান ড. সালেহউদ্দিন। তিনি বলেন, তবে সার আমদানিতে কিছুটা প্রভাব পড়তে পারে।

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এনবিআরের মধ্যে আগে স্বচ্ছতা, জবাবদিহিতা ছিল না। আগের সরকারের সময় কিছু সংখ্যক ব্যবসায়ী লাভবান হতো। এখানে স্বার্থের বিষয় আছে বলেই ক্যারিয়ারের প্রশ্ন তুলে আন্দোলন হচ্ছে। তবে বৃহস্পতিবার (২৬ জুন) আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সার্বিক বিষয়ে আলোচনা হবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, এতে এনবিআর কর্মকর্তাদের ক্যারিয়ারে কোনো অসুবিধা হবে না বরং তাদের স্ট্যাটাস বাড়বে। তাদেরকে কেউ নেগেটিভ দিক বুঝিয়ে থাকতে পারে বলে মনে করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়