শিরোনাম
◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র ◈ শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা ◈ শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ চলছে, আইএলওতে বাংলাদেশের অবস্থান ছিল ঝুঁকিতে: উপদেষ্টা সাখাওয়াত হোসেন ◈ ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে: আকাশসীমা বন্ধ, সামরিক সংঘাতের আশঙ্কা

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৫, ০৭:১৪ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৫, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌বিএসই‌সির ২১ কর্মকর্তা সাম‌য়িক বরখাস্ত

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২১ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সাময়িক বরখাস্ত কর্মকর্তাদের মধ্যে যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তারা হলেন- বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবু রায়হান মোহাম্মদ মুতাসীম বিল্লাহ, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, যুগ্ম পরিচালক মোহা. রশীদুল আলম, উপপরিচালক মো. বনি ইয়ামিন খান, উপপরিচালক কাজী মো. আল ইসলাম, উপপরিচালক মো. শহিদুল ইসলাম, উপপরিচালক তৌহিদ হাসান, সহকারী পরিচালক মো. জনি হোসেন, সহকারী পরিচালক মো. রায়হান কবির, সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন, সহকারী পরিচালক মো. আবদুল বাতেন, লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী ও ব্যক্তিগত কর্মকর্তা মো. আবু ইউসুফ ।

মামলার আসামির বাইরে আরো যে ৭ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তারা হলেন- পরিচালক মোহাম্মদ আবুল হাসান ও মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পরিচালক মো. মিরাজ উস সুন্নাহ, উপপরিচালক মো. নানু ভূঁইয়া, সহকারী পরিচালক মো. আমিনুল হক খান, তরিকুল ইসলাম ও ব্যক্তিগত কর্মকর্তা সমির ঘোষ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়