শিরোনাম
◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি ◈ আজ গভীর রা‌তে বা‌র্সেলোনা ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ◈ বড় সুখবর দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৫, ১২:১০ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষি বিপ্লবের হাতছানি, ৪২০০ টাকার ন্যানো সার মিলবে ২৩০ টাকায়!

ন্যানো ইউরিয়া সার উদ্ভাবন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. জাভেদ হোসেন খান। গবেষকের দাবি এক বিঘা জমি চাষ করতে খরচ হবে মাত্র ২৩০ টাকার ন্যানো ইউরিয়া। যেখানে ভর্তুকি সহ বর্তমানে খরচ প্রায় ৪ হাজার ২০০ টাকা। 

সে হিসেবে প্রচলিত সারের চেয়ে ন্যানো ইউরিয়া ব্যবহারে খরচ কমবে প্রায় ৮২ শতাংশ। দীর্ঘ গবেষণার পর মাঠ পর্যায়ে এ সার ব্যবহারেও মিলেছে সাফল্য। যবিপ্রবি অধ্যাপকের এ গবেষণা নতুন করে কৃষি বিপ্লবের স্বপ্ন দেখাচ্ছে।

ন্যানো ইউরিয়া উদ্ভাবক অধ্যাপক ড. জাবেদ হোসেন খান বলেন, ‌‘এক বস্তা ইউরিয়া সরকার ৯০-৯২ টাকা দরে আমদানি করে। সে হিসেবে দাম পড়ে প্রায় অন্তত ৪২০০ টাকা। তবে ন্যানো ইউরিয়া ব্যবহার করে এক বিঘা জমি চাষ করতে সার খরচ হবে মাত্র ২৩০ টাকা। এটি স্প্রে মেশিনের মাধ্যমে ব্যবহার করতে হবে।’

গবেষকের দাবি, এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার উদ্ভাবন এবং মার্কিন জৈব সার উৎপাদনকারী প্রতিষ্ঠান কোলাবায়োর মধ্যে চুক্তি সই অনুষ্ঠিত হয়েছে। এ চুক্তির আওতায় কোলাবায়ো যবিপ্রবির ন্যাম ল্যাব থেকে ন্যানো সারের প্রযুক্তি গ্রহণ করবে এবং তারাও তাদের জৈবপ্রযুক্তি ন্যাম ল্যাবের সঙ্গে ভাগ করবে।

ড. জাবেদ হোসেন খান আরও বলেন, ‘গত ৭ বছর যাবত আমেরিকায় বহু গবেষণা প্রতিষ্ঠানে গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে এবং সেখানে তা গৃহীত হয়েছে। মিনিসোটার একটি প্রতিষ্ঠান বাংলাদেশের এই প্রযুক্তি নিতে আগ্রহী। এটা আমার নামে প্যাটেন্ট করা।’

উদ্যোক্তারা বলছেন, ন্যানো প্রযুক্তির ব্যবহার কৃষি জমির উর্বরতা রক্ষার পাশাপাশি কমাবে উৎপাদন ব্যয়ও।

সূত্র: দৈনিক ক্যাম্পাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়