শিরোনাম
◈ তিন বছরের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে ◈ বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ◈ ৫ম শ্রেণি পাসেই সরকারি চাকরি, দ্রুত আবেদন করুন ◈ ফজলুর রহমানের পদ স্থগিত নিয়ে যা বললেন গয়েশ্বর ◈ মহাখালীতে সড়ক অবরোধ পরিবহন শ্রমিকদের, তীব্র যানজট ◈ রাজবাড়ীতে মাজারে তাণ্ডব, যা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ নেতাদের বেশি তেল মাইরেন না, জনগণের আশা পূরণে কাজ করুন: পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ থাইল্যান্ডে শ্রম সংকট: বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন সম্ভাবনা ◈ বাড়িতে হা-মলা, যা বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী (ভিডিও) ◈ রিসোর্ট থেকে গ্রেপ্তার সাবেক অতিরিক্তি আইজিপি শামসুদ্দোহা

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫, ০৬:৫১ বিকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

ভ্যাট ফাঁকি দিচ্ছেন মিষ্টি ব্যবসায়ীরা : এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : দেশের বহু দোকান থেকে মিষ্টি কিনেছি। কেউ ভ্যাটের রিসিট দেন না। মিষ্টি ব্যবসায়ীরা ভ্যাট ফাঁকি দিচ্ছেন বলে অভিযোগ করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব বোর্ড ভবনে আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি।

বর্তমানে মিষ্টির ওপর ১০ শতাংশ ভ্যাট রয়েছে। গত বছর এই ভ্যাট ছিল সাড়ে ৭ শতাংশ। প্রাক-বাজেট আলোচনা সভায় এই ভ্যাট কমানোর প্রস্তাব দেন বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব শ্রী ননী গোপাল ঘোষ।

ননী গোপাল ঘোষ বলেন, মিষ্টির ওপর যখন সাড়ে ৭ শতাংশ ভ্যাট ছিল তখন অনেক বেশি রাজস্ব আদায় হয়েছে। ভ্যাট বাড়ার কারণে বিক্রি কমছে, রাজস্বও কমছে। তাই ভ্যাট ১০ শতাংশ কমিয়ে ৩ শতাংশ করা হোক।
জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট ফ্রি করে দিলে রাজস্ব বাড়বে- এটা ঠিক নয়। মিষ্টি ব্যবসায়ীরা ১৫ শতাংশের ওপর অঙ্ক করে দেখলেন রাজস্ব আদায় কম, সাড়ে ৭ শতাংশ হলে বেশি হয়- এ রকম জাদুকরি দেশে বাস করলে তো হবে না।

আব্দুর রহমান খান জানান, বহু মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনেছেন। কোনো দোকানদারই তাকে ভ্যাটের রিসিট দেননি। তারা ইএফডি মেশিনও ব্যবহার করেন না। ভ্যাট দেন জনগণ। তিনি নিজেও যতবার মিষ্টি কিনেছেন সব জায়গায় ভ্যাট দিয়েছেন। কিন্তু সেই ভ্যাট সরকারের কোষাগারে যায়নি।

ভ্যাট আদায় নিশ্চিত করতে মিষ্টিতে সুপারশপের মতো ভ্যাট অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, মিষ্টির দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত করা হবে। ভ্যাট আলাদা করে ধরা হবে না। ক্রেতা ভ্যাট দেখে চমকে উঠবে না। এমন একটা আদেশ প্রস্তুত করা হয়েছে। মোট মূল্যের ওপর ভ্যাট ধরা হবে।
তিনি বলেন, এবারের বাজেটের মূল লক্ষ্য হচ্ছে ট্রেন্ড ফ্যাসিলিটেড করা হবে। লুফ হোলগুলো বন্ধ করা হবে। যতটা সম্ভভ বৈষম্য কমানো হবে।

সভায় ৫০০ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। যাত্রীবাহী নৌযানের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ওপর মূসক অব্যাহতির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটারওয়ে অ্যাসোসিয়েশন।

এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি) জেট ফুয়েলের ওপর আমদানি শুল্ক ও মূসক অব্যাহতি, উড়োজাহাজের বিভিন্ন যন্ত্রপাতির ওপর কর হ্রাসের প্রস্তাব করেছে। এছাড়া ৬৫ শতাংশ কাঁচামালের ওপর সম্পূর্ণ শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব ট্রান্সফরমার অ্যান্ড সুইচগিয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়