শিরোনাম
◈ আমনুরা রেলওয়ে জংশনে তেলবাহী বগি লাইনচ্যুত, রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ ◈ আসিয়ানে যোগ দিতে সময় লাগবে, তবে আমরা হাল ছাড়ব না: ড. মুহাম্মদ ইউনূস ◈ ডলারের পরিবর্তে রুপির প্রসারে ভারতের বড় পদক্ষেপ ◈ ভোলাগঞ্জে সাদা পাথর লুটের হোতা বাহার-রজন গা ঢাকা, প্রশাসনের নীরবতায় বছরে শতকোটি টাকার চাঁদাবাজি ◈ মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব হচ্ছেন রেহানা পারভীন ◈ অপরাধ দমনে দেশজুড়ে জোরালো হচ্ছে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭০ ◈ মাত্র ৫০ ডলারে অনলাইনে বিক্রি হচ্ছে চুরি হওয়া ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ড, বিতর্কে Farnsworth Intelligence ◈ ফারুকীর অস্ত্রোপচারসহ সার্বিক পরিস্থিতি জানালেন তিশা ◈ হায়দরাবাদে দেহ ব্যবসা থেকে বাংলাদেশি কিশোরী উদ্ধার, ফের আলোচনায় আন্তদেশীয় মানব পাচার চক্র ◈ বিদ্যালয়ে ঢুকে সহকারী শিক্ষককে মারধর করে বাজারে ঘোরানো, বিএনপি-ছাত্রদলের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৩২ রাত
আপডেট : ১০ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ডের হাতছানি

চলতি ফেব্রুয়ারি মাসের ২৩ দিনে ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স প্রবাহিত হওয়ায় দেশের ইতিহাসে নতুন রেকর্ডের সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে, এতো অল্প সময়ে এমন বিপুল রেমিট্যান্স আসেনি। যদি এ প্রবাহ অব্যাহত থাকে, তবে নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ফেব্রুয়ারি মাসের প্রথম ২৩ দিনে ২.০৭ বিলিয়ন ডলার বা ২০৭ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ২৫ হাজার ৩২৭ কোটি টাকার বেশি।

এটি চলতি অর্থবছরের দ্বিতীয় মাস (অগাস্ট) থেকে শুরু হয়ে টানা সাত মাস ধরে ২ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। অর্থবছরের প্রথম মাস (জুলাই) ছিল ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ, নভেম্বর মাসে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার এবং জানুয়ারিতে ২১৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠানো হয়েছে।

এর আগে, ডিসেম্বর মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২.৬৪ বিলিয়ন ডলার (২৬৩ কোটি ৯০ লাখ ডলার) রেমিট্যান্স এসেছে, যা দেশীয় মুদ্রায় ৩১ হাজার ৬৬৮ কোটি টাকার বেশি ছিল। 

এরও আগে, ২০২০ সালের জুলাই মাসে করোনাকালীন ২.৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল, তবে এবার সেই রেকর্ড ভেঙে ২০২৪ সালের ডিসেম্বরে নতুন উচ্চতায় পৌঁছেছে রেমিট্যান্স প্রবাহ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়