শিরোনাম
◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৪, ০৩:১৯ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় আপাতত ব্যাটারিচালিত রিকশা চলাচলে বাধা নেই : রিটকারির আইনজীবী (ভিডিও)

ব্যাটারিচালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই : আইনজীবী (ভিডিও)

মাসুদ আলম: ঢাকা মহানগরীর ভেতরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের দেয়া নির্দেশনায় এক মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছে চেম্বার আদালত।

এর আগে ১৯শে নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

একইসঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে আদালত।

হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে সোমবার সকালে চেম্বার আদালতে আবেদন করে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

দুপুরে চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্টের ওই আদেশের ওপর এক মাসের স্থিতাবস্থা দেয় চেম্বার জজ আদালত।

রিটকারির আইনজীবী তাহসিনা তাসনিম সিদ্দিকী জানিয়েছেন, “আদালতের এই স্থিতাবস্থার ফলে আপাতত ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলতে আপাতত বাঁধা নেই। তবে, এক মাসের মধ্যে রুল শুনানি করতে হবে।”

১৯শে নভেম্বর প্যাডেল চালিত রিকশা মালিকদের করা এক রিটের প্রেক্ষিতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশনা দিয়েছিল হাইকোর্ট।

প্যাডেল চালিত রিকশা মালিকদের করা এ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন উচ্চ আদালত।

এরপর থেকে আন্দোলন করে আসছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়