শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ০১:২৬ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭০ ডলারের নিচে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) দাম ব্যারেল প্রতি ৬৭ ডলারে নেমে এসেছে। এর আগে ২০২১ সালের ডিসেম্বরে জ্বালানি তেলের পণ্যটির দাম ছিল ৬৬ ডলার ২৬ সেন্টে। এর ফলে গত তেত্রিশ মাস পর (পৌনে তিন বছর) অপরিশোধিত জ্বালানি তেলের দাম এতো নিচে নেমে আসল। 

জ্বালানির বাজার পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান অয়েল প্রাইজ ডটকমের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে দুই ধরনের অপরিশোধিত জ্বালানি তেলের বাজার রয়েছে। এর একটি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অন্যটি বেন্ট ক্রুড। আন্তর্জাতিক বাজারে দুটি পণ্যের দাম ব্যারেল প্রতি যথাক্রমে ৬৭ দশমিক ৬৭ ডলার ও ৭১ দশমিক ৬ ডলারে নেমেছে।

এর আগে ২০২৩ সালের মার্চে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ৬৯ ডলারে নেমে আসে। তবে তা কয়েকদিনের জন্য স্থায়ী হয়। পরবর্তীতে এ দাম কখনো ব্যারেল প্রতি ৭৫ থেকে সর্বোচ্চ ৯১ ডলার পর্যন্ত থেকেছে। তবে ২০২২ সালের মার্চে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি সর্বোচ্চ ১২৩ ডলারে উঠে যায়। সূত্র : বনিকবার্তা

  • সর্বশেষ
  • জনপ্রিয়