আব্দুল্লাহ আল আমীন : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছোট ভাইয়ের দা'য়ের কোপে বড় ভাই জার্মান মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর থেকে ছোট ভাই সিয়াম মিয়া (২০) পলাতক।
সোমবার (২১ জুন) রাত ১০ টার দিকে উপজেলার মগটুলা ইউনিয়নের নওপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।নিহত জার্মান মিয়া ওই এলাকার নোমান মিয়ার ছেলে।
মঙ্গলবার (২২ জুন) বেলা ১১ টার দিকে জার্মান মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) জহিরুল হক মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত জার্মান মিয়া মাদকাসক্ত ছিলেন।গত রাতে মাদকের টাকা যোগাড় করতে বাড়িতে থাকা একটি ছাগল নিয়ে যেতে চাইলে বাধা দেয় ছোট ভাই সিয়াম মিয়া। এই নিয়ে দুই জনের মধ্যে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে ধারালো দা দিয়ে জার্মান মিয়ার বুকে কোপ দেয় সিয়াম।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জার্মান মিয়া উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়। পরে নিহতের স্বজনরা জার্মান মিয়ার মরদেহ বাড়িতে নিয়ে আসে। স্থানীয় থানার খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
জহিরুল হক মুন্না আরও বলেন, ঘটনার পর থেকে ছোট ভাই সিয়াম মিয়া পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।