শিরোনাম
◈ ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে অভিবাসীদের ভিসা নাও দেওয়া হতে পারে: ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনা ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:২১ বিকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের পাঁচ দিন পরে নববধূকে গলা কেটে হত্যা করলো স্বামী 

এইচএম পারভেজ, আখাউড়া: [২] ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মেহেদীর রং ও বাসর ঘরে কাঁচা ফুল শুকানোর আগেই নববধূকে বিয়ের পাঁচ দিনের মাথায় গলা কেটে হত্যা করলো স্বামী।

[৩] মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর মধ্য পাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  

[৪] হত্যাকাণ্ডের শিকার নববধূ মোছা তাসলিমা আক্তার (২২) জেলার সদর উপজেলার বাসুদেব গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।

[৫] ঘাতক স্বামী উপজেলার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে হামিদুল (২৮)। সে সৌদি প্রবাসী। গত ১৫ থেকে ১৬ দিন পূর্বে সৌদি আরব থেকে বাড়িতে আসে।

[৬] স্থানীয়দের বরাতে ও তাসলিমার পারিবারিক সূত্রে জানা যায়, গত ৭ থেকে ৮ মাস পূর্বে হামিদুল ও তাসলিমার মোবাইল ফোনে বিয়ে হয়। পরে গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে তাসলিমাকে উঠিয়ে আনে হামিদুল। পরদিন শশুর বাড়িতে ফিরাযাত্রা যায়। পরবর্তীতে রোববার হামিদুল নিজ বাড়িতে চলে আসে। এরপর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। কলহের জের ধরে মঙ্গলবার দুপুরে ধারালো ছুরি দিয়ে তাসলিমাকে গলা কেটে হত্যা করে তার স্বামী। এসময় হামিদুলের বড় ভাই হানিফ বাঁধা দিলে তাকেও ছুরিকাঘাত করে বলে জানা যায়।

[৭] এ বিষয়ে আখাউড়া থানার ওসি মো. নুরে আলম বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ  উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠানো হবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়