মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
[৩] বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নাসিক ৪নং ওয়ার্ডের আম্বর পেপার মিলের সামনে নদীতে মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। উদ্ধারের পর দেখা যায় এটি বিকৃত অবস্থায় রয়েছে এবং চোখের পাশে আঘাতের চিহ্ন রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
[৪] এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, উদ্ধারকৃত মরদেহটি কয়েকদিন আগের হতে পারে। নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস
আপনার মতামত লিখুন :