শিরোনাম
◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ০৬:৪৭ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৩, ০৬:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অটোরিক্সা চালক শাহাবুদ্দিনকে হত্যাকারী ঘাতক গ্রেপ্তার

স্বপন দেব, মৌলভীবাজার: জেলার রাজনগর উপজেলার হাজিনগর চা বাগানে অটো রিক্সাচালক শাহাবুদ্দিনের হত্যার কথা পুলিশ ও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক রজব আলী (২৫)। আটক রজব আলী কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মিশন এলাকার নাজিম উদ্দিনের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, গত ২৭ মে শাহাবুদ্দিন আহমেদ (৩৩) নামক অটোরিকশা চালকের হত্যা করে চা বাগানে ফেলে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ তদন্তে এক পর্যায়ে গত ৩ জুন আসামি রজব আলীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আসামি রজব আলীও একজন অটোরিক্সা চালক।

আদালত ও পুলিশের কাছে জবানবন্দিতে রজব আলী জানায়, ২৭ মে রাত ৮টার দিকে শাহাবুদ্দিনকে রাজনগর উপজেলার হাজিনগর চা বাগানের যাওয়ার জন্য ভাড়া করে। আগে থেকে পরিকল্পনা মাফিক ঘাতক রজব আলী একটি ধারালো দা গোপনে কোমরে গুজে নেয়। ঘটনাস্থলে যাওয়ার পর শাহাবুদ্দিনকে গাড়ী থামাতে বলে দা দিয়ে গলায় কোপ দেয়। এতে সে অটোরিক্সা থেকে লুটিয়ে পড়ে। পরে আরেকটি কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে। অটোরিক্সা নিয়ে ঘাতক রজব আলী চলে আসে এবং ২২ হাজার টাকায় অটোরিক্সাটি ভাঙাড়ি দোকানে বিক্রি করে।

রাজনগর থানার ওসি বিনয় ভুষণ রায় জানান, আমরা অনেক পরিশ্রম করে ঘটনার রহস্য উদঘাটন করি এবং রজব আলীকে গ্রেপ্তার করে ৩ জুন আদালতে সোপর্দ করি। আদালতে রিমান্ড চাইলে ৫ জুন আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে ৭ জুন আদালতে হাজির করলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এ ঘটনার সাথে একমাত্র রজব আলী জড়িত।

উল্লেখ্য, মৌলভীবাজারের রাজনগর উপজেলার হাজিনগর চা বাগান থেকে ২৭ মে শাহাবুদ্দিন আহমেদ নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহাবুদ্দিন কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের টিলাগাও গ্রামের মৃত নিজাম উদ্দিনের পুত্র। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়