মোস্তাফিজুর রহমান: পটুয়াখালী সদর উপজেলার ফটিকের খেয়াঘাট এলাকায় সিকদার রেস্ট হাউস সন্ত্রাসীদের দেয়া পেট্রোলের আগুনে অগ্নিদগ্ধ ম্যানেজার জাহাঙ্গীর ফকির (৪০) মারা গেছেন। স্বজনদের অভিযোগ স্থানীয় সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল।
শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর বুধবার (৭ জুন) রাত ১০টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অত্র ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম তিনি বলেন তার শরীরের ৩৮% শতাংশ পুড়ে গিয়েছিল
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মৃতের ছোট ভাই জামাল ফকির বলেন, পটুয়াখালী সদর উপজেলার ফায়ার সার্ভিসের পাশে একটি তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় সিকদার রেস্ট হাউজে গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সন্ত্রাসী সাকিবকে চাদা না দেওয়ার কারনে প্রথমে চলে যায়, কিছু সময় পরে এসে পেট্রোল এনে গায়ে দিয়ে ঢেলে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। পরে অন্যান্য স্টাফ রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে গত ৩ জুন ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন থেকে বুধবার রাতে সে মারা যায়।
তিনি আরও বলেন, বিষয়টি ঘটনার দিন সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে। আসামি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বলেও অভিযোগ করেন মৃতের স্বজনদের।
তিনি বলেন, পটুয়াখালী সদর উপজেলার ফায়ার সার্ভিসের পাশে একটি তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় সিকদার রেস্ট হাউজ। বর্তমানে তিনি সেখানেই থাকতেন।
পটুয়াখালী জেলার ধুমকী থানার চরগরবর্দী গ্রামের জয়নাল ফকিরের ছেলে জাহাঙ্গীর। দুই ছেলে এক মেয়ে জনক ছিলেন তিনি।
এমআর/এইচএ