শিরোনাম
◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য

প্রকাশিত : ০৫ জুন, ২০২৩, ০৩:৫৭ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৩, ০৩:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় আরসার কমান্ডারসহ আটক ৮

আটক আরসার কমান্ডার

কায়সার হামিদ, উখিয়া: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএন পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও আরসার  কমান্ডারসহ ৮ জন সন্ত্রাসীকে আটক করেছে।

রোববার (৪ জুন) সকালে  রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-১৯ এর সি/৮ ব্লকের ঘোনার পাড়া গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আরসা কমান্ডার হাফেজ মোঃ আলম (৪৭) কে একটি বিদেশী তৈরি (রিভালভার) পিস্তল এবং ১০ রাউন্ড এ্যামোনিশন সহ আটক করে এপিবিএন পুলিশ। আটককৃত আসামী হলেন, হাফেজ মোঃ আলম (৪৭) ক্যাম্প-১৯, ব্লক সি/৮, এফসিএনঃ ২০৭০৯৯, এর মোঃ সালাম এর ছেলে।

সোমবার এক প্রেসবিজ্ঞপ্তিতে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আমির জাফর জানান, আটককৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

একই দিনে ভোর ৫টার দিকে ক্যাম্প-১৯ ও ১৩ এর বিভিন্ন ব্লকের  ঘোনার পাড়া এবং তানজিমার খোলায় অনুরূপ   অভিযান চালিয়ে  ৭জন রোহিঙ্গা দুষ্কৃতিকারীকে তাদের নিজ বাসা থেকে আটক করা হয়। আটককৃত আসামিদের পুলিশ ক্যাম্পে রেখে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে।

আটককৃতরা হলেন, ১/ ক্যাম্প-১৯, ব্লক ডি/৭, এফসিএনঃ ১১৫২৮৮, এর জালাল উদ্দীনের ছেলে মো: ইব্রাহিম (২৮) ২/ ক্যাম্প ১৯, ব্লক এ/১, এফসিএন ২৮১৩১৯ এর নুর মল হাকিমের ছেলে হোসেন আহমেদ (৪৩) ৩/ ক্যাম্প ১৯, ব্লক এ/১, এফসিএন নম্বর ২৯৯৮৬৫, এর নুর বসার এর ছেলে নুর হুদা (২৩) ৪/ ক্যাম্প ১৯, ব্লক এ/৮, এফসিএন নম্বর ২৯৮৪৭৩, মো: আমিনের ছেলে মো: সলিম (২৪) ৫/ ক্যাম্প ১৩, ব্লক এফ/৫, এর আব্বস আহমদের ছেলে হামিদ উল্লাহ (২৭)  ৬/ ক্যাম্প ১৩, ব্লক জি/২ এর মুহাম্মদ আলী এর ছেলে মো সালে (২৮) ৭/ ক্যাম্প ১৩, ব্লক সি/৫, এফসিএন ২০৯৭০৭ এর নুর আহমেদের ছেলে আব্দুল আমিন (৪৩),কে আটক করা হয়।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়