শিরোনাম
◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ ◈ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চেয়ে নতুন কর্মসূচি ৭ কলেজ শিক্ষার্থীদের (ভিডিও) ◈ ১৯ দেশে অভিবাসন ও গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন”

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৬:৪১ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা, বাদিকে প্রাণনাশের হুমকির অভিযোগ

আফিদুল ইসলাম

আকাশ আহম্মেদ, রাজৈর (মাদারীপুর): রাজৈরে ঘুমন্ত অবস্থায় স্ত্রী মাহমুদা আক্তারের (২৫) গায়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। 

বুধবার (২৪ মে) বিকেলে নিহতের বাবা আনোয়ার কাজী বাদি হয়ে রাজৈর থানায় মামলাটি দায়ের করেন। এ মামলার এজাহারে তার বর্তমান জামাই নৌ বাহিনীর সদস্য আফিদুল ইসলামকে প্রধান আসামিসহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করা হয়। এতে আরো হিংস্র হয়ে উঠেছে আসামি পক্ষ। তারা পাল্টা মামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে মামলার বাদির অভিযোগ।

মামলার বাদি নিহতের বাবা আনোয়ার কাজী জানান, আমার মেয়েকে হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করায় এখন আমাকেও হত্যার হুমকি দিচ্ছে আসামিরা। এছাড়া পাল্টা মামলা দিয়ে আমাদের ফাঁসানোর পায়তারায় আছে তারা। আমার মেয়েকে নির্মমভাবে যারা হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই।

রাজৈর থানার তদন্ত ওসি সঞ্জয় কুমার ঘোষ জানান, আসামিরা পলাতক রয়েছে। তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। তবে বাদিকে প্রাণনাশের হুমকির বিষয় আমরা কোন অভিযোগ পাইনি।

উল্লেখ্য, মাহমুদার পাঁচ বছর আগে একটি বিয়ে হয়। তবে দুই মাস যেতে না যেতেই স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। এর কিছুদিন পর টাঙ্গাইলের ভুয়াপুর এলাকার আফিদুলের সাথে মুঠোফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং দুই বছর আগে তাদের বিয়ে হয়। পরে বিয়ের এক বছর পর তার আগের বিয়ের কথা জানতে পারলে দুইজনের মাঝে মনমালিন্য সৃষ্টি হয়। এরই জের ধরে গত শুক্রবার রাত ৩টার সময় ঘুমন্ত অবস্থায় মাহমুদার শরীরে অগ্নিবৃদ্ধি তেল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় তার ডাক-চিৎকার শুনে পরিবারের লোকজন ও স্থানীয়রা এসে পানি ঢেলে আগুন নেভায়। পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ মে) দুপুরে তার মৃত্যু হয়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়