শিরোনাম
◈ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ (ভিডিও) ◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০৮:৫২ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০৮:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গে পি কে হালদারের জেল হেফাজতের মেয়াদ বাড়ল

পি কে হালদার

জাফর খান: ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশে অর্থ পাচার মামলার দায়ে অভিযুক্ত পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে আগামী ১৬ মে পর্যন্ত জেল হেফাজতে রাখার আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। কলকাতায় সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) তিন নম্বর আদালতের বিচারক শুভেন্দু সাহা মঙ্গলবার এই সংক্রান্ত আদেশটি দেন। প্রথম আলো 

আদালতের আদেশে বলা হয়েছে আগামী ১৭ এপ্রিল অভিযুক্ত ব্যক্তিদেরকে আদালতকে জানাতে হবে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাদের বিরুদ্ধে যেই অভিযোগ এনেছেন সে সংক্রান্ত নথি তাদের কাছে পৌঁছেছে কিনা। 

এদিকে ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানিয়েছেন, অভিযোগের নথি এরইমধ্যে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার পি কে হালদার ও সহযোগীরা জামিনের জন্য কোনো আবেদন করেননি। এমনকি তাদের আইনজীবীরাও এদিন আদালতে কোনো বক্তব্য রাখেননি। এর আগে পি কে হালদারের করা জামিনের আবেদনটি খারিজ হয়ে গিয়েছিল।

উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থেকে গ্রেপ্তার করে ইডি। অভিযোগে বলা হয়েছিল, বাংলাদেশের একটি ব্যাংক থেকে অর্থ আত্মসাত করে ভারতে পালিয়ে এসেছিলেন তারা। 

পি কে হালদার ছাড়াও তার ভাই প্রাণেশ কুমার হালদারকেও গ্রেপ্তার করেছিলেন ইডি। তিনি উত্তর চব্বিশ পরগনায় পি কে হালদারের জমিজমা, বাড়ি ও মাছের ব্যবসার আংশিক দেখভালের দায়িত্বে ছিলেন। অন্য আসামীদের মধ্যে আমানা সুলতানা ওরফে শর্মি হালদারসহ আরও তিনজন রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়