মোস্তাফিজুর রহমান: রাজধানীর যাত্রাবাড়ীতে পারিবারিক কলহ, অভাব-অনটনে ঋণগ্রস্ত, পারিবারিক মনোমালিন্যে হতাশাগ্রস্ত হয়ে এক ব্যাক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম মো: জাহাঙ্গীর আলম (৪১)। শুক্রবার দিবাগত (২৫ মার্চ) রাত আড়াইটার দিকে ঘটনাটি ঘটে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সরোয়ার হোসেন, সংবাদ পেয়ে ভোর চারটার দিকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। পুলিশের ঐ কর্মকর্তা বলেন, বর্তমান বসত ঘরের সিলিং এর লোহার শিকের সাথে ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে ঝুলছিল জাহাঙ্গীর।
বগুড়া গাবতলী উপজেলার তেলিবাটি গ্রামের আব্দুল কাদের এর ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী দক্ষিণ সায়েদাবাদ ৪৩/সি, স্বপন মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন।
পুলিশ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে অভাব অনটনের পাশাপাশি অন্য কোন কারন রয়েছে কিনা, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। ময়নাতদন্তের জন্য তার শনিবার সকালে তার লাশ ঢামেক মর্গে পাঠিয়েছেন।
মৃতের বড় ভাই আলম বলেন, জাহাঙ্গীর পেশায় কখনো বাবুর্চির কাজ করতো। কখনো নিরাপত্তা কর্মীর কাজ করত তবে নিয়মিত কোন কাজই করতো না। তিনি এক মেয়ে দুই ছেলের জনক ছিলেন। পরিবার গ্রামের বাড়িতে থাকে এবং জাহাঙ্গীর যাত্রাবাড়ীতে একাই থাকতেন।
এমআর/এনএইচ