শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০৭:৫৫ বিকাল
আপডেট : ২২ মার্চ, ২০২৩, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্টারপোলে রেড নোটিশের পর আত্মগোপনে আরাভ খান,  ফাঁকা  জুয়েলার্স 

আরাভ খানের সোনার দোকানটি পুরোপুরি ফাঁকা

মাসুদ আলম: ইন্টারপোলে রেড নোটিশ জারির পর পুলিশের পরিদর্শক মামুন খান এমরান হত্যা মামলার আসামি রবিউল ওরফে আরাভ খান আত্মগোপনে রয়েছে। ধারণার করা হচ্ছে দুবাই ছেড়ে পালিয়ে গেছেন তিনি। তবে তার পরিবার দুবাইতে রয়েছে। এমনকি মঙ্গলবার সকাল থেকে আরাভ জুয়েলার্স বন্ধ রয়েছে। সেখানে নেই কোনো স্বর্ণালংকার। এমন কিছু ছবি প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। ছবিগুলোতে দেখা যাচ্ছে, তার সেই সোনার দোকানটি পুরোপুরি ফাঁকা। 

মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, আরাভ খান দুবাইয়ে গ্রেপ্তার হননি। তবে তিনি পালিয়ে থাকতে পারবেন না। 

পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া মনজুর রহমান বলেন, দুবাইতে আরাভকে আটকের বিষয়ে কোনো তথ্য পাইনি। 

একটি সূত্র জানায়, বাংলাদেশ, ভারত, দুবাই, কানাডা ও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে আরাভের। ধারণা করা হচ্ছে দুবাই থেকে কানাডা বা যুক্তরাষ্ট্রের পালিয়ে গেছেন তিনি।  আরাভ যে বাংলাদেশের নাগরিক, তা নিশ্চিত করতে তার বাবা ও মায়ের জাতীয় পরিচয়পত্রসহ সব কিছু বাংলা ভাষার পাশাপাশি ইংরেজিতে রূপান্তর করে পাঠানো হয়েছে। এসব নথিপত্র পাওয়ার পর তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কাজ শুরু করেছে দুবাইয়ের আইনশৃঙ্খলা বাহিনী। 

জানা গেছে, আরাভ খানকে দেশে ফিরিয়ে আনতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশ ও পুলিশ সদর দপ্তরের একটি যৌথ দল দুবাই যাওয়ার প্রস্তুতি শুরু করেছে। আগামী কয়েকদিনের মধ্যেই তারা দুবাই যেতে পারেন। বাংলাদেশ পুলিশ  ভারত ও দুবাই পুলিশের সঙ্গে কাজ শুরু করেছে। 

অপর একটি সূত্র জানায়, মঙ্গলবার সকালে গুঞ্জন ছিল, আরাভ দুবাই ছেড়ে পালিয়েছে। এর কয়েক ঘণ্টা পরই তাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ে। সোমবার রাতে দুবাইয়ের একটি ফ্ল্যাট থেকে তাকে আটক হয় বলে গুঞ্জন উঠেছে। 

এমএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়