শিরোনাম
◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩, ০৮:৩৪ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ০৮:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোবাইল-ফেসবুককে দায়ী করলেন বাবা

কদমতলীতে মায়ের সাথে অভিমানে মেয়ের আত্মহত্যা

আত্মহত্যা প্রতিকী

মোস্তাফিজুর রহমান: কদমতলীতে মায়ের সাথে অভিমান করে নবম শ্রেণির শিক্ষার্থী এক মেয়ে আত্মহত্যা করেছে। তার নাম মোসা: সাজেদা নুর (১৪)। সে শ্যামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এর নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। সোমবার (২০ মার্চ) দুপুরে ঘটনাটি ঘটে।

বাবা মা বুঝতে পেরে ছিটকানি ভেঙ্গে ফ্যানের সাথে ওড়না ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকাল চার টায় মৃত ঘোষণা করেন।

মৃতার বাবা জানান, ছেলে-মেয়ে একই স্কুলে পরে। স্কুল শেষে ৭ম শ্রেনী পড়ুয়া ছেলে সাজ্জাদ স্কুল শেষে বাসায় চলে আসে। মেয়ে সাজেদা ক্লাশ পরিক্ষা শেষে বাসায় না এসে নদীর পাড়ে বেড়াতে গিয়েছে। বিষয়টি তার মা'কে জানায় ছেলে। পরে মেয়ে আসার পর মা তাকে বকাঝকা দেয়। পরে মেয়ে আমার সাথে খাবার খেয়ে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে ফাঁস দেয়। প্রথমে বিষয়টি বুঝতে পারিনি। পরে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে, দরজার ছিটকানি ভেঙ্গে ভিতরে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

তিনি বলেন, সামান্য শাসনে যদি সন্তানরা এমন ঘটনা ঘটিয়ে ফেলে, তবে কি করার। তাকে তো চরও মারেনি। এ-সব এর জন্য মোবাইল-ফেসবুক ই দ্বায়ী। এখান থেকেই ছেলে-মেয়েরা সব শিখে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা কে অবিহিত করা হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাবো গ্রামের  মো: সালাউদ্দিন ও মা মনোয়ারা বেগম এর মেয়ে।

সে কদমতলীর পূর্ব শ্যামপুর শাহী জামে মসজিদ রোড পরিবারের সাথে থাকতো। এক ভাই এক বোনের মধ্যে সে বড় ছিলো। মৃতার বাবা একটি ফানির্চার কোম্পানিতে কাজ করেন। 

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়