আবদুল ওহাব, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে গোহাইল ইউনিয়নে সুধীর চন্দ্রের মেয়ে শাপলা (১৮) কে ধর্ষণের অভিযোগে উঠেছে চাচা উজ্জল (৩৬) ও ফুফাতো ভাই নয়ন (২৭) এর বিরুদ্ধে।
রবিবার ১২ মার্চ এ ঘটনায় থানায় মামলা হলে তাদেরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, (৭ মার্চ) রাত ৯টার দিকে চাচা উজ্জল মেয়েটিকে নিজ বাড়িতে ডেকে এনে ধর্ষণ করে। এরপর ৯ মার্চ রাতে ফুফাতো ভাই নয়ন এসব ঘটনা জানার জন্য তাকে বাড়ীতে ডেকে এনে ধর্ষণ করে। পরদিন এসব না জানানোর জন্য দুজনে ভয়ভীতি দেখায়। পাশাপাশি বাড়ী হওয়ায় অভিযুক্তরা তাকে আবারো পালাক্রমে ধর্ষণ করে।
ভুক্তভোগী মেয়েটি জানায়, একের পর এক তাকে নির্যাতন ও ভয়ভীতি দেখানো হয়। এ ঘটনায় শনিবার রাতে ঐ তরুণী বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন।
থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।