শিরোনাম
◈ ‘নতুন আরপিওতে বড় পরিবর্তন: পলাতক অযোগ্য, দুর্নীতির প্রমাণে ভোট বাতিল করতে পারবে ইসি’ (ভিডিও) ◈ বিএনপির প্রস্তাব বিবেচনায় নিলে আসন্ন নির্বাচন হবে মাইলফলক: মঈন খান ◈ বিচারকরা সরকারি পদে থাকতে চাইলেও পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় বাধা সংবিধান অনুযায়ী ◈ ২৮ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে পরবর্তী আপিল শুনানি ◈ কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে: মির্জা ফখরুল ◈ অলিখিত ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিনজনের রায়ের তারিখ জানা যাবে ১৩ নভেম্বর ◈ সাগর-রুনি হত্যাকাণ্ড: তদন্তে ‘শেষবারের মতো’ ছয় মাস সময় দিলেন হাইকোর্ট ◈ বর্জ্য নয়, রফতানি পণ্য: মাছের আঁশে স্বপ্ন দেখছে দেশীয় উদ্যোক্তারা ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা, চাপে অন্তর্বর্তী সরকার

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২২, ০৫:৩২ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ১০:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্যুরের টাকা জোগাতে বয়ফ্রেন্ডকে নিয়ে নানাকে হত্যা, গ্রেপ্তার ৫ 

গ্রেপ্তার

মাসুদ আলম : রাজধানীর চকবাজারের বাইতুন নুর মসজিদের সভাপতি আলহাজ্ব মুনসুর আহম্মেদ হত্যার ঘটনায়  নাতি-নাতনিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চকবাজার থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- ভিকটিমের নাতি  শাহাদাত মুবিন আলভী ও নাতনি আনিকা তাবাস্সুম, আনিকার বয়ফ্রেন্ড রাজু, রায়হান ও সাঈদ। মঙ্গলবার ও বুধবার অভিযান চালিয়ে চকবাজার, মুন্সিগঞ্জ ও চাঁদপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।  লুট হওয়া ৯২ হাজার টাকার মধ্যে ৬২ হাজার টাকা আনিকার বাসা থেকে উদ্ধার করে পুলিশ।

বুধবার(২৩ নভেম্বর) সংবাদ সম্মেলনে ডিএমপি’র যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) বিপ্লব বিজয় তালুকদার বলেন, মুনসুরের নাতি-নাতনি ও বন্ধুরা মিলে প্রায় এক মাসে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। এজন্য তাদের টাকার প্রয়োজন ছিলো। টাকার জন্য তারা তাদের নানাকে টার্গেট করে। তারা একটি সুযোগের অপেক্ষা করতে থাকে। 

তিনি আরও বলেন, পরিকল্পনা অনুযায়ি ঘটনার দিন ১৭ নভেম্বর পরিবারের সদস্যরা চাঁন কমিউনিটি সেন্টারে একটি বিয়ের দাওয়াতে অংশ নিতে যায়। আনিকাও সেখানে যায়। কমিউনিটি সেন্টার থেকে তদারকি করেন আনিকা। তারা আগে থেকে বানিয়ে রাখা নকল চাবি দিয়ে ওই বাসায় প্রবেশ করে। এরপর তারা টাকা নিতে চাইলে ভিকটিম বাঁধাদেয়, তখন তারা সিরিঞ্জ দিয়ে অচেতন করার ঔষধ পুশ করে ও আঘাত করে। রাজুর ভাই রায়হান এবং সাঈদ ভিকটিমকে মারধর করে ঘরে থাকা ৯২ হাজার টাকা নিয়ে যান। টাকাগুলো খুঁজে বের করে দেন আলভী। পরবর্তী সময়ে তারা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

বিপ্লব বিজয় বলেন, আনিকা ন্যাশনাল ডেন্টালে পড়েন। এ ঘটনাটি সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয় বলে মনে করেন তিনি।

এমএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়