শিরোনাম
◈ আমাদের কাছে অপরাধী যে দলেরই হোক, প্রভাবশালীই হোক, কোনো ছাড় নেই: র‍্যাব মহাপরিচালক ◈ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ◈ দুর্ঘটনায় নিহত ফুটবলার জতার সম্মানে ২০ নম্বর জার্সি চিরতরে তুলে রাখছে লিভারপুল ◈ চাঁদাবাজের পক্ষে তদবির করলে গ্রেপ্তার, মিরপুরের এডিসি ◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৩:২৩ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০৩:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে পৃথক ঘটনায় গৃহবধূ'সহ দুই জনের আত্মহত্যা

আত্মহত্যা

মোস্তাফিজুর রহমান: রাজধানীতে পৃথক দুই স্থান উম্মে হাবিবা মুন্নি (৩২) ও মুগদায় মোহাম্মদ মাহাবুব (৩৭) নামের দুজনের আত্মহত্যার খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছেন। 

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল রেজা জানিয়েছেন, শুক্রবার (১ অক্টোবর) দিবাগত রাতে হাতিরঝিল মিরবাগ এলাকার বাসা থেকে স্বজনদের উপস্থিতিতে ছিটকানী ভেঙে গৃহবধূ উম্মে হাবিবা মুন্নি (৩২) নামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, স্বামী ও সন্তানের সাথে অভিমান করে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। 

অপরদিকে মুগদা থানার উপ-পরিদর্শক (এস আই) শফিকুল ইসলাম একই দিন দিবাগত রাতে থানাধীন উত্তর মুগদা (৬২/৩/বি) বাসা থেকে মোহাম্মদ মাহবুব (৩৭) নামে এক গাড়ি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। পরিবারের বরাত দিয়ে তিনি জানিয়েছেন পারিবারিক বিষয় কে কেন্দ্র করে তিনি আত্মহত্যা করেছেন। 

বংশালের নাজিরা বাজার সিক্কাটুলী লেন এর শেখ কামালের ছেলে মাহবুব।  মৃতা উম্মে হাবিবা মুন্নি সাভার হেমায়েতপুর জোদুরচরের হাসান তারেকের স্ত্রী।

সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছেন এছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়