শিরোনাম
◈ বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পাওয়া ক্রিকেট কোচ গর্ডন গ্রিনিজকে যেভাবে বিদায় নিতে হয়েছিলো ◈ মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য, কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত (ভিডিও) ◈ এনসিপির ছায়ায় ফিরছে আওয়ামী লীগ : সাবেক এমপি কায়কোবাদ ◈ জমি অধিগ্রহণের পর সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল: চীনা বিনিয়োগকারীদের উদ্বেগ (ভিডিও) ◈ সার্ক অচল: চীন-পাকিস্তানের বিকল্প জোট গঠনের ভাবনা, বাংলাদেশ জানালো অংশ নেয়ার পরিকল্পনা নেই ◈ দে‌শি আম্পায়ার‌দের দক্ষতা বাড়া‌তে ৩ বছরের জন্য অ‌স্ট্রেলিয়ান সাইমন টাফেলকে নিয়োগ দিচ্ছে বিসিবি ◈ বিপিএল শুরু হ‌বে জানুয়া‌রি‌তে, দল এখ‌নো চূড়ান্ত হয়‌নি  ◈ আর্জেন্টিনার ফুটবল ম্যাচে ইসরায়েলবিরোধী বিক্ষোভ: পতাকা, কফিন, ড্রোন—৫ সমর্থক গ্রেপ্তার, নিষেধাজ্ঞা জারি ◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩৫ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পীরগঞ্জে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : পীরগঞ্জে এক স্কুল ছাত্রীর উপবৃত্তির টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের অফিস সহকারির বিরুদ্ধে। এ বিষয়ে গত মঙ্গলবার পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন সেই ছাত্রীর মা সাবিনা ইয়াসমিন।

জানা যায়, উপজেলার বৈরচুনা ইউনিয়নের নওডাঙ্গা রেডিয়েন্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে অফিস সহকারি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে।

চলতি বছরে জুলাই মাসে ৮ম শ্রেণীর ছাত্রী  মাহফুজা আক্তার মীমের একাউন্ট থেকে ১৫০০ টাকা বিদ্যালয়ের অফিস সহকারি সুকৌশলে নিজের ব্যবহৃত মোবাইল একাউন্টে ট্রান্সফার করে উত্তোলন করে আত্মসাত করে।

বিষয়টি প্রকাশ হয়ে গেলে এলাকার অভিভাবকদের মধ্যে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অফিস সহকারি মোস্তাফিজুর রহমান একাউন্টের টাকা চেক করার নামে ছাত্রীর মোবাইল ও পিনকোড নিয়ে সুকৌশলে তার নিজের নাম্বারে টাকা ট্রান্সফার করেন এবং বলেন যে, তাঁর একাউন্টে টাকা আসেনি।

বিষয়টি নগদ এর কাষ্টমার সার্ভিস সেন্টারে যোগাযোগ করে টাকা উত্তোলন করে আত্মসাতের বিষয়টি প্রমাণ পেলে ছাত্রীর মা সাবিনা ইয়াসমিন উপবৃত্তির টাকা আত্মসাতকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগের বিষয়টি অফিস সহকারি মোস্তাফিজুর রহমান অস্বীকার করে বলেন,  টাকা আত্মসাতের বিষয়টি সঠিক নয়। আমার বিরুদ্ধে ভুয়া অভিযোগ হয়েছে।

এ বিষয়ে নওডাঙ্গা রেডিয়েন্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ মুঠোফোনে বলেন আমি শিক্ষা বোর্ডে আছি, বিষয়টি আমি শুনেছি।

এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।সম্পাদনা: আল আমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়