শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০৩ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ৮৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক-১

ফরহাদ আমিন, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৮৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এসময় এক মাদক  কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর )ভোররাতে উপজেলার কেরুনতলী ও শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

আটক হলেন,টেকনাফ হ্নীলা ইউপি ওয়াব্রাং এলাকার কামাল হোসেনের ছেলে খায়রুল আমীন(২৮)।

এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আশিক আহমেদের নেতৃত্বে নাফনদী সংলগ্ন শাহপরীরদ্বীপ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন সময়ে শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকায় বস্তা হাতে একজনকে দেখা যায়। ঐ ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেয়।

লোকটি না থেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। এসময় হাতে থাকা বস্তা তল্লাশী করে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া অপরদিকে একইদিন ভোররাতে কেরুনতলী এলাকায় অভিযান চালানো হয়।এ সময়ে প্যারাবনের ভিতরে একজন ব্যক্তিকে কিছু একটা লুকাতে দেখা যায়।

লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দিলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লোকটি প্যারাবনের ভিতরে পালিয়ে যায়।

পরে প্যারাবন এলাকা তল্লাশী চালিয়ে একটি কলো রংয়ের ব্যাগ উদ্ধার করে তল্লাশী চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে লোকটি পাচারের উদ্দেশ্যে ইয়াবাগুলো লুকিয়ে রাখছিল।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়