শিরোনাম
◈ আড়াই বছর পর বেনাপোল বন্দরে পেঁয়াজ আমদানি শুরু ◈ শেরপুরে দুই মানবপাচারকারীসহ ৭ বাংলাদেশি আটক ◈ রমজানের একসপ্তাহ আগে নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো শঙ্কা নেই : সালাউদ্দিন ◈ জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনীতিতে বিতর্ক ◈ তিনমাসের জন্য ফজলুর রহমানের পদ স্থগিত করলো বিএনপি ◈ বাংলাদেশ সরকার ও জনগণ মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে: উপ-প্রেস সচিব ◈ মার্কিন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি পাওয়া কে এই শরিফুল, বাংলাদেশে তাঁকে নিয়ে মাতামাতি কেন ◈ ক্রিকেটার সাব্বিরকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার সুপারিশ ◈ আর্জেন্টাইন কোচ এখন বসুন্ধরা কিংসে ◈ রাজনৈতিক প্রভাব কমাতে বাংলাদেশ ব্যাংকে বড় পরিবর্তনের খসড়া

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫, ০২:৫২ দুপুর
আপডেট : ২৬ আগস্ট, ২০২৫, ০৮:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি নাগরিক আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৩০ কোটি টাকা মূল্যের কোকেনসহ গায়ানার এক নাগরিককে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। দেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় কোকেনের চালান বলে সংস্থাটি জানিয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে ওই মাদকসহ তাকে আটক করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে গায়ানার ওই যাত্রীর লাগেজে ৮ দশমিক ৬৬ কেজি কোকেন পাওয়া যায়। এই চালানের আনুমানিক মূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে যুগ্ম পরিচালকের তত্ত্বাবধানে শিফট ইনচার্জের নেতৃত্বে বি-শিফটের কাস্টমস গোয়েন্দারা আগাম সতর্কতামূলক অবস্থান নেন। রাত আড়াইটার দিকে দোহা থেকে আগত কাতার এয়ারওয়েজের ফ্লাইট নম্বর কিউআর ৬৩৮ ঢাকার ৬ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হলে সন্দেহভাজন যাত্রী ৩০এ সিটের বিদেশি নারী এমএস কারেন পেতুলা স্তাফলের পরিচয় নিশ্চিত করা হয়। ইমিগ্রেশন শেষে যাত্রীর ব্যাগেজ কাস্টমসের গ্রিন চ্যানেলে স্ক্যানিং ও ইনভেনটরি করা হয়। এ সময় তাঁর লাগেজ থেকে প্লাস্টিকের তিনটি পাত্র উদ্ধার করা হয়। সেগুলোর ভেতর থেকে ২২টি ডিম্বাকৃতির ফয়েলে মোড়ানো প্যাকেট পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রাথমিক পরীক্ষায় এগুলো কোকেন হিসেবে শনাক্ত হয়।

জানা গেছে, আটককৃত যাত্রীর নাম মিসেস পেটুল্লা স্টাফল। তার বিরুদ্ধে ফৌজদারি ও কাস্টমস আইনে বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এর আগে গত বছর জানুয়ারিতে দ্বিতীয় সর্বোচ্চ ৮ কেজি ৩০০ গ্রাম কোকেনের চালান ঢাকা বিমানবন্দরে জব্দ করা হয়েছিল।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ম কমিশনার মোহাম্মদ সাইয়্যেদা আক্তার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে ফৌজদারি ও কাস্টমস আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়