শিরোনাম
◈ ‘ভিক্ষুকের’ বাসায় পুলিশের অভিযান, মিলল ৪ ভরি স্বর্ণ ও সাড়ে ৪ লাখ টাকা ◈ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? ◈ সংবিধান পরিবর্তন মানবে না বিএনপি: মির্জা ফখরুল ◈ বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজারে শীর্ষে, আছে ৮ লাখেরও বেশি কর্মী ◈ ট্রাম্পের শুল্কে বন্ধ ভারতের কারখানা, রপ্তানি হুমকিতে ◈ দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রকৌশল শিক্ষার্থীদের: আল্টিমেটাম রাত ৮টা পর্যন্ত ◈ সব আসামি গ্রেপ্তার না হলে খাবার মুখে নেব না: ‘মব’ করে পিটুনিতে নিহত মাহিনের মা ◈ ডাকসুর ভিপি-জিএস পদে কার ব্যালট নম্বর কত ◈ ছাতকে চোরাকারবারী শাহিনের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আহত ২, গ্রেপ্তার ৬ ◈ নোয়াখালীতে ঘাট দখল-চাঁদাবাজি: ভাগ যাচ্ছে রাজনৈতিক নেতা ও প্রশাসনের পকেটে

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫, ০৭:১২ বিকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২ কোটি টাকা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাজার কমিটির সভাপতি মহিন উদ্দিন।

তিনি জানান, সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বাজারের একাংশে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত তা পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। এতে জমজম স্টোর, হাসান মেডিকেল, মহিন ফার্নিচার, ভাই-ভাই আইসক্রিম ফ্যাক্টরি, আলমগীর মুরগির গোডাউন, খোকন ভ্যারাইটিজ স্টোর ও একটি পান দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই দোকানগুলো পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত হয়েছে ভাই-ভাই আইসক্রিম ফ্যাক্টরি থেকে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

অগ্নিকাণ্ডের খবর শুনে স্থানীয় সাংবাদিক রনি চৌধুরী ইমন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে প্রশাসন ও বিত্তশালী ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।

এছাড়া ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শনে গিয়ে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ দাস ব্যবসায়ীদের আর্থিক সহায়তার আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়